এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হার কমেছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৬: ০৮
Thumbnail image

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে (২০২২-২৩ শিক্ষাবর্ষের) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন শিক্ষার্থী। পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার প্রায় ২০ শতাংশ কমেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেখা যায়, গত ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। পাস করেছিলেন ৭৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তর বিবৃতিতে জানায়, এ বছর মোট উত্তীর্ণ ৪৯ হাজার ১৯৪ জনের মধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ (৫৭ দশমিক ৬৯ শতাংশ) আর ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ (৪২ দশমিক ৩১ শতাংশ)।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত