জেএসসির চূড়ান্ত মূল্যায়ন হতে পারে অ্যাসাইনমেন্টে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা সম্ভব হলে সেটা দেখব। পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি না থাকলে অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করব।

তবে সমাপনী পরীক্ষা না নিয়ে কীভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শিক্ষামন্ত্রী।

প্রতি বছর সাধারণত নভেম্বরের শুরুতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হয়। এবার যাদের এই পরীক্ষায় বসায় কথা তারা কেউই স্কুলে গিয়ে ক্লাস করতে পারেনি। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঝে কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও সংক্রমণ বেড়ে যাওয়ায় সেগুলো আবার বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা থাকলেও এসব প্রতিষ্ঠানে আগামী ১২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাসের প্রকোপের কারণে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষারও পিছিয়ে গেছে। গত ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর সূচি নির্ধারিত ছিল।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত