করোনায় মারা গেলেন ইবির অধ্যাপক ড. আকরাম হুসাইন

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ০৬: ১৮
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১০: ২৫

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হুসাইন মজুমদার মৃত্যুবরণ করেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার কৃতী সন্তান অধ্যাপক ড. আকরাম হুসাইন মজুমদার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন, সাবেক চেয়ারম্যান, জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট ও প্রভোস্ট কমিটির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। গুণী এই অধ্যাপক স্ত্রী, দুই ছেলে এবং অগণিত শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ১৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন অধ্যাপক ড. আকরাম হুসাইন মজুমদার। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ১৪ জুলাই ওই হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে গত রোববার (২৫ জুলাই) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত