মাল্টিপল কোয়েশ্চেনের ধরন
মাল্টিপল কোয়েশ্চেনের অডিওতে দুজন বা তিনজনের কথোপকথন থাকে। তারা গল্পের মতো করে তাদের ইচ্ছা-অনিচ্ছা বা কিছু বিষয় প্রকাশ করবে, সেসব আপনাকে শুনে বুঝতে হবে এবং উত্তর দিতে হবে।
এমসিকিউর সহজ উপায়
এমসিকিউতে ভালো করতে হলে অবশ্যই ইংরেজি Vocabulary ও Synonym-এ ভালো দখল থাকতে হবে। কীভাবে একটি শব্দ বা বাক্যকে প্যারাফেজ করতে হয়, তা বুঝতে হবে। এ জন্য বেশি বেশি অনুশীলন করা জরুরি। অডিওস্ক্রিপ্ট পড়ে এবং কোয়েশ্চেনের উত্তর পড়ে দেখতে হবে, কীভাবে উত্তর হয়েছে। অনুশীলনের সময় বারবার অডিও শুনে আয়ত্তে আনতে হবে।
Connector Of Constrast
খেয়াল রাখা
So, And, But, Or, Then, However, No, None, Don’t—এগুলো হলো Connector শব্দ। এই শব্দগুলোকে লিসেনিংয়ের হাতিয়ার বলা হয়। প্রতিটি এমসিকিউর উত্তর দেওয়ার সময় অডিওতে এগুলোর যেকোনো একটি ব্যবহার করে থাকে কথোপকথনকারীরা। হয়তো However বা But-এরপর উত্তর থাকবে, না হলে প্রথমে উত্তর বলে দেবে। এর সঙ্গে সঙ্গে অডিওর সাউন্ড ও কথার সুর সম্পর্কে পরিচিত হতে হবে। তারা কথা বলার সময় ঢেউ দিয়ে কথা বলে। যেমন মতের অমিল হলে বলে No! এই No-এর উচ্চারণ Ouuuuh বা Noou-এর মতো শোনায়। এ ছাড়া বলতে পারে I don’t think so, I’m not sure about that.
এমসিকিউতে প্যারাফেজ
ধরুন, কোয়েশ্চেনে একটি অপশনে লেখা আছে ‘Jack was sad’। অডিওতে বলতে পারে ‘I’m not surprise with that’। আমরা যেমন ইংরেজি গ্রামারে Negative Affirmative বাক্যে পড়েছিলাম, বাক্যের অর্থ ঠিক থাকবে, কিন্তু positive-এ negative উত্তর হবে। ঠিক তেমনি লিসেনিংয়ের এমসিকিউতেও হবে। যেমন কোয়েশ্চেনের অপশনে আছে Zasia has energy। অডিওতে বলতে পারে, She is not exhausted. (বা Zasia যদি নিজে কথা বলে, তাহলে বলবে I’m not exhausted)।
এসসিকিউর ফাঁদ ও উত্তরণ
এমসিকিউয়ে ভালো নম্বর তোলার আরেকটি পদ্ধতি হলো অডিও শুনতে শুনতে তিনটি অপশনের মধ্যে একটি করে অপশনে কেটে দেওয়া। এতে অপশন কমে গেলে সঠিক উত্তর দিতে সুবিধা হবে। যদি দেখা যায় অডিওতে ১টি অপশনের কথা বলেইনি, আরেকটা বলেছে কিন্তু ভুল। তাহলে বাকি অপশনটি উত্তর হবে। এ ক্ষেত্রে যে বিষয়টি ফলো করতে পারেন DAD, ADD, DDA। D-তে Distractor, A-তে Answer।
মাল্টিপল কোয়েশ্চেনের ধরন
মাল্টিপল কোয়েশ্চেনের অডিওতে দুজন বা তিনজনের কথোপকথন থাকে। তারা গল্পের মতো করে তাদের ইচ্ছা-অনিচ্ছা বা কিছু বিষয় প্রকাশ করবে, সেসব আপনাকে শুনে বুঝতে হবে এবং উত্তর দিতে হবে।
এমসিকিউর সহজ উপায়
এমসিকিউতে ভালো করতে হলে অবশ্যই ইংরেজি Vocabulary ও Synonym-এ ভালো দখল থাকতে হবে। কীভাবে একটি শব্দ বা বাক্যকে প্যারাফেজ করতে হয়, তা বুঝতে হবে। এ জন্য বেশি বেশি অনুশীলন করা জরুরি। অডিওস্ক্রিপ্ট পড়ে এবং কোয়েশ্চেনের উত্তর পড়ে দেখতে হবে, কীভাবে উত্তর হয়েছে। অনুশীলনের সময় বারবার অডিও শুনে আয়ত্তে আনতে হবে।
Connector Of Constrast
খেয়াল রাখা
So, And, But, Or, Then, However, No, None, Don’t—এগুলো হলো Connector শব্দ। এই শব্দগুলোকে লিসেনিংয়ের হাতিয়ার বলা হয়। প্রতিটি এমসিকিউর উত্তর দেওয়ার সময় অডিওতে এগুলোর যেকোনো একটি ব্যবহার করে থাকে কথোপকথনকারীরা। হয়তো However বা But-এরপর উত্তর থাকবে, না হলে প্রথমে উত্তর বলে দেবে। এর সঙ্গে সঙ্গে অডিওর সাউন্ড ও কথার সুর সম্পর্কে পরিচিত হতে হবে। তারা কথা বলার সময় ঢেউ দিয়ে কথা বলে। যেমন মতের অমিল হলে বলে No! এই No-এর উচ্চারণ Ouuuuh বা Noou-এর মতো শোনায়। এ ছাড়া বলতে পারে I don’t think so, I’m not sure about that.
এমসিকিউতে প্যারাফেজ
ধরুন, কোয়েশ্চেনে একটি অপশনে লেখা আছে ‘Jack was sad’। অডিওতে বলতে পারে ‘I’m not surprise with that’। আমরা যেমন ইংরেজি গ্রামারে Negative Affirmative বাক্যে পড়েছিলাম, বাক্যের অর্থ ঠিক থাকবে, কিন্তু positive-এ negative উত্তর হবে। ঠিক তেমনি লিসেনিংয়ের এমসিকিউতেও হবে। যেমন কোয়েশ্চেনের অপশনে আছে Zasia has energy। অডিওতে বলতে পারে, She is not exhausted. (বা Zasia যদি নিজে কথা বলে, তাহলে বলবে I’m not exhausted)।
এসসিকিউর ফাঁদ ও উত্তরণ
এমসিকিউয়ে ভালো নম্বর তোলার আরেকটি পদ্ধতি হলো অডিও শুনতে শুনতে তিনটি অপশনের মধ্যে একটি করে অপশনে কেটে দেওয়া। এতে অপশন কমে গেলে সঠিক উত্তর দিতে সুবিধা হবে। যদি দেখা যায় অডিওতে ১টি অপশনের কথা বলেইনি, আরেকটা বলেছে কিন্তু ভুল। তাহলে বাকি অপশনটি উত্তর হবে। এ ক্ষেত্রে যে বিষয়টি ফলো করতে পারেন DAD, ADD, DDA। D-তে Distractor, A-তে Answer।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আজ সোমবার ঢাকার নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিন শিন গ্রুপ এবং ইপিলিয়ন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সহযোগিতা
৪ ঘণ্টা আগেপরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক, শ্রমিক, শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুধু শিক্ষার্থীরা না বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তাঁরা রাস্তা দখল করে আন্দোলন করছে, এর সমাধান কী করে হবে, আমি তো একা সমাধান করতে পারছি না। শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদ
৬ ঘণ্টা আগেপ্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
১৬ ঘণ্টা আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
১৬ ঘণ্টা আগে