জাবির ভর্তির আবেদন শুরু

শিক্ষা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১২: ৩৩
Thumbnail image
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন ২ জানুয়ারি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি রাত ১২টার মধ্যে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিসম্পর্কিত ওয়েবসাইটে ju–admission.org প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আগামী ৯-১৯ ফেব্রুয়ারির মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার ‘এ’, ‘বি’, ‘সি’, ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ৭০০, ‘ই’ ইউনিটের ৬০০ এবং ‘সি-১’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত