এ টি এম মোজাফফর হোসেন
এ টি এম মোজাফফর হোসেন, সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
(পূর্বের ধারাবাহিকতায়...)
বাক্যের অন্তর্গত বিশেষ্য বা ক্রিয়াপদের ভাবার্থ যে শব্দ বা শব্দগুচ্ছের (ফ্রেজ) ওপর নির্ভর করে, তাই মডিফায়ার বা কোয়ালিফায়ার। কোনো বাক্য হতে নিয়ন্ত্রক শব্দ (গুচ্ছ) সরিয়ে নেওয়ার পরও ব্যাকরণগতভাবে বাক্যটি যখন সম্পূর্ণ থাকে, তখন সেটি মডিফায়ার। কিন্তু না থাকলে সেটি কোয়ালিফায়ার। শব্দ (গুচ্ছ) যখন তার বিশেষ্য পদের পরিমাপ করে তখন সেটি হয়ে ওঠে কোয়ানটিফায়ার। মডিফায়ার, কোয়ালিফায়ার ও কোয়ানটিফায়ারের ধারণা সম্ভাব্য উত্তরটি অনুমানের দক্ষতা দারুণভাবে বাড়িয়ে দেয়।
প্রারম্ভিক
লিসেনিংয়ে রেকর্ডিং শুরুর আগে প্রশ্নপত্র পড়ে তার সঠিক বিশ্লেষণই বলে দেয় সম্ভাব্য উত্তর কী হতে পারে। মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার যেমন বাক্যের অন্তর্গত শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজ বা ক্লজকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি বাক্যের ভাবার্থ এদের ওপর নির্ভর করে। যেহেতু মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার বাক্যের অন্তর্গত শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজ বা ক্লজকে নিয়ন্ত্রণ করে এবং তেমনি বাক্যের ভাবার্থও এদের ওপর নির্ভরশীল।
তাই কোনো লেখা বুঝতে হলে এদের ওপর গভীর ধারণা থাকা প্রয়োজন। তা ছাড়া কোন লেখাকে সুন্দর, সাবলীল ও কার্যকর করে তুলতে এটির কোনো বিকল্প নেই। মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানলে বাক্যের ভেতর-বাইরে, কোনো শব্দের আগে ও পরে কী হবে, তা খুব সহজে অনুমান করা যায়। তাই লিসেনিংয়ে উত্তর সঠিক করতে এটি একটি অত্যন্ত কার্যকরী পাঠদান।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগেন
এ ধরনের প্রশ্নের জবাব সঠিক করার জন্য মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানা অত্যন্ত জরুরি। জানার জন্য এটি একটি খুবই সাধারণ বিষয় হলেও অনেকেই সেসবে গুরুত্ব না দিয়ে নিশ্চিত ভুল করেন।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
বাক্যের অন্তর্গত মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার এবং তাদের রকমফের বোঝা।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদির বিশদ বিশ্লেষণ
এখন মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করা যাক।
১। মডিফায়ার
বাক্যের অন্তর্গত বিশেষ্য বা ক্রিয়াপদের ভাবার্থ যে শব্দ বা শব্দগুচ্ছের (ফ্রেজ) ওপর নির্ভর করে তাকে মডিফায়ার বলে। ওই শব্দ বা শব্দগুচ্ছ ওই বাক্যের বিষয়ে বলে বা তার বর্ণনা দেয়। আর ওই শব্দ বা শব্দগুচ্ছের পরিবর্তনের সঙ্গে বিশেষ্য বা ক্রিয়াপদের অর্থও পালটে যায়।
মডিফাই শব্দের অর্থ হলো বদলে দেওয়া বা পরিবর্তন করা। এটি বাক্যের অন্য শব্দকে বদলে দেয় বা পরিবর্তন করে বলেই এটির নাম মডিফায়ার। বাক্যের যে শব্দটি মডিফায়ার দ্বারা পরিবর্তিত হয় অথবা যার অর্থ মডিফায়ারের ওপর নির্ভর করে তাকে মডিফাইট এলিমেন্ট বা হেড বলে। যখন কোনো বিশেষ্য কোনো মডিফায়ার দ্বারা পরিবর্তিত হয় তাকে ‘হেড নাউন’ বলে।
মডিফাইট এলিমেন্ট বা হেডের আগে অথবা পরে মডিফায়ার বসতে পারে। মডিফাইট এলিমেন্ট বা হেডের আগে যে মডিফায়ার বসে তাকে প্রি-মডিফায়ার বলে, পরে বসলে তাকে পোস্ট মডিফায়ার বলে। একটি মডিফাইট এলিমেন্ট বা হেডের একাধিক মডিফায়ার থাকতে পারে, সেটি হতে পারে প্রি-মডিফায়ার, পোস্ট মডিফায়ার অথবা উভয়েই।
[আগামী সংখ্যায় চলবে পর্ব–৩.২]
আরও পড়ুন:
এ টি এম মোজাফফর হোসেন, সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
(পূর্বের ধারাবাহিকতায়...)
বাক্যের অন্তর্গত বিশেষ্য বা ক্রিয়াপদের ভাবার্থ যে শব্দ বা শব্দগুচ্ছের (ফ্রেজ) ওপর নির্ভর করে, তাই মডিফায়ার বা কোয়ালিফায়ার। কোনো বাক্য হতে নিয়ন্ত্রক শব্দ (গুচ্ছ) সরিয়ে নেওয়ার পরও ব্যাকরণগতভাবে বাক্যটি যখন সম্পূর্ণ থাকে, তখন সেটি মডিফায়ার। কিন্তু না থাকলে সেটি কোয়ালিফায়ার। শব্দ (গুচ্ছ) যখন তার বিশেষ্য পদের পরিমাপ করে তখন সেটি হয়ে ওঠে কোয়ানটিফায়ার। মডিফায়ার, কোয়ালিফায়ার ও কোয়ানটিফায়ারের ধারণা সম্ভাব্য উত্তরটি অনুমানের দক্ষতা দারুণভাবে বাড়িয়ে দেয়।
প্রারম্ভিক
লিসেনিংয়ে রেকর্ডিং শুরুর আগে প্রশ্নপত্র পড়ে তার সঠিক বিশ্লেষণই বলে দেয় সম্ভাব্য উত্তর কী হতে পারে। মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার যেমন বাক্যের অন্তর্গত শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজ বা ক্লজকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি বাক্যের ভাবার্থ এদের ওপর নির্ভর করে। যেহেতু মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার বাক্যের অন্তর্গত শব্দ, শব্দগুচ্ছ, ফ্রেজ বা ক্লজকে নিয়ন্ত্রণ করে এবং তেমনি বাক্যের ভাবার্থও এদের ওপর নির্ভরশীল।
তাই কোনো লেখা বুঝতে হলে এদের ওপর গভীর ধারণা থাকা প্রয়োজন। তা ছাড়া কোন লেখাকে সুন্দর, সাবলীল ও কার্যকর করে তুলতে এটির কোনো বিকল্প নেই। মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানলে বাক্যের ভেতর-বাইরে, কোনো শব্দের আগে ও পরে কী হবে, তা খুব সহজে অনুমান করা যায়। তাই লিসেনিংয়ে উত্তর সঠিক করতে এটি একটি অত্যন্ত কার্যকরী পাঠদান।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগেন
এ ধরনের প্রশ্নের জবাব সঠিক করার জন্য মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানা অত্যন্ত জরুরি। জানার জন্য এটি একটি খুবই সাধারণ বিষয় হলেও অনেকেই সেসবে গুরুত্ব না দিয়ে নিশ্চিত ভুল করেন।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
বাক্যের অন্তর্গত মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার এবং তাদের রকমফের বোঝা।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদির বিশদ বিশ্লেষণ
এখন মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করা যাক।
১। মডিফায়ার
বাক্যের অন্তর্গত বিশেষ্য বা ক্রিয়াপদের ভাবার্থ যে শব্দ বা শব্দগুচ্ছের (ফ্রেজ) ওপর নির্ভর করে তাকে মডিফায়ার বলে। ওই শব্দ বা শব্দগুচ্ছ ওই বাক্যের বিষয়ে বলে বা তার বর্ণনা দেয়। আর ওই শব্দ বা শব্দগুচ্ছের পরিবর্তনের সঙ্গে বিশেষ্য বা ক্রিয়াপদের অর্থও পালটে যায়।
মডিফাই শব্দের অর্থ হলো বদলে দেওয়া বা পরিবর্তন করা। এটি বাক্যের অন্য শব্দকে বদলে দেয় বা পরিবর্তন করে বলেই এটির নাম মডিফায়ার। বাক্যের যে শব্দটি মডিফায়ার দ্বারা পরিবর্তিত হয় অথবা যার অর্থ মডিফায়ারের ওপর নির্ভর করে তাকে মডিফাইট এলিমেন্ট বা হেড বলে। যখন কোনো বিশেষ্য কোনো মডিফায়ার দ্বারা পরিবর্তিত হয় তাকে ‘হেড নাউন’ বলে।
মডিফাইট এলিমেন্ট বা হেডের আগে অথবা পরে মডিফায়ার বসতে পারে। মডিফাইট এলিমেন্ট বা হেডের আগে যে মডিফায়ার বসে তাকে প্রি-মডিফায়ার বলে, পরে বসলে তাকে পোস্ট মডিফায়ার বলে। একটি মডিফাইট এলিমেন্ট বা হেডের একাধিক মডিফায়ার থাকতে পারে, সেটি হতে পারে প্রি-মডিফায়ার, পোস্ট মডিফায়ার অথবা উভয়েই।
[আগামী সংখ্যায় চলবে পর্ব–৩.২]
আরও পড়ুন:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের প্রক্রিয়া সোমবার (২০ জানুয়ারি) শেষ হচ্ছে।
২৬ মিনিট আগে২০০৬ সালের ২৮ মে মাত্র ৭টি বিভাগ, ৩০০ শিক্ষার্থী ও ১৫ শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা বেড়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী এবং ২৬৬ জন শিক্ষক রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে বিভাগ রয়েছে ১৯টি...
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সবচেয়ে পছন্দের স্থান। কারণ দেশটি বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তির পাশাপাশি সুযোগ-সুবিধাও দিয়ে থাকে। তেমনই একটি হলো ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি।
৩ ঘণ্টা আগেমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাজে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসে (বিজি প্রেস) যাতায়াত ও অবস্থান ভাতায় এক অর্থবছরেই খরচ হয়েছে কোটি টাকা। এই টাকা গেছে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পকেটে...
৪ ঘণ্টা আগে