Ajker Patrika

ব্রুনেই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক
ইউনিভার্সিটি অব ব্রুনাই দারুসসালাম
ইউনিভার্সিটি অব ব্রুনাই দারুসসালাম

ব্রুনেইয়ের ইউনিভার্সিটি অব ব্রুনাই দারুসসালাম বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনের শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। এ ছাড়া এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও টিউশন ফিসহ অন্যান্য ফি মওকুফ করা হবে। বৃত্তি চলাকালে প্রতি মাসে জীবিকা ভাতা হিসেবে ২ হাজার ২০০ ব্রুনাই ডলার (বাংলাদেশি টাকায় ১ লাখ ৯৫ হাজার ৬৯ টাকা) দেওয়া হবে।

বৃত্তির মেয়াদকাল

ব্রুনেই বিশ্ববিদ্যালয়ের বৃত্তির মেয়াদ তিন ভাগে বিভক্ত। কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস, গবেষণা প্রোগ্রামের মেয়াদ ২৪ মাস এবং পিএইচডি ডিগ্রির সময় ৩৬ মাস।

অধ্যয়নের বিষয়সমূহ

বিজ্ঞান অনুষদের অধীনে জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত ও ফলিত পদার্থবিদ্যা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব, ইংরেজি সাহিত্য। ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করতে প্রার্থীদের প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি, ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। মানসম্পন্ন গবেষণা প্রস্তাবনা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার সনদ থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ লিংকে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত দেখা ও আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ