Ajker Patrika

এডি পদে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

কাজী আছলাম হোসেন
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৮: ২৩
এডি পদে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। 
এ পরীক্ষায় ১০০ নম্বরের জন্য সময় ১ ঘণ্টা। প্রিলিমিনারিতে বাংলায় ২৫, সাধারণ জ্ঞানে ২০, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১০, ইংরেজিতে ২৫ ও গণিতে ২০ নম্বর বরাদ্দ থাকে (অনুষদভেদে পার্থক্য হতে পারে)।
 
যেভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে
  • বাংলা: বাংলা অংশ থেকে ২০/২৫টি প্রশ্ন থাকতে পা‌রে। যেসব ট‌পিক দেখ‌তে হ‌বে:
  • ভাষা ও ব্যাকরণ: প্রিলিমিনারিতে বাংলা অংশে সাহিত্য ও ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়। সাধারণত ভাষা, শব্দ, পদ, বাক্য, প্রকৃতি-প্রত্যয়, শুদ্ধ-অশুদ্ধ, সমার্থক ও বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প‌া‌রিভা‌ষিক শব্দ, সমাস, কারক, ‌লিঙ্গ, বচন, স‌ন্ধি, ‌বিভক্তি ইত্যা‌দি থে‌কে প্রশ্ন থা‌কে।
  • সা‌হিত্য: সা‌হিত্য থে‌কে তুলনামূলক কম প্রশ্ন থা‌কে। এই অংশে কবি-সাহিত্যিকদের জীবনী, তাঁদের সাহিত্যকর্ম, প্রকাশকাল, উল্লেখ‌যোগ্য গ্রন্থ, ছদ্মনাম, গ্রন্থের প্রধান চ‌রিত্র, উক্তি, পত্রপ‌ত্রিকার প্রকাশকাল ও সম্পাদক প্রভৃতির ওপর প্রশ্ন করা হয়।■ গ‌ণিত: সাধারণত ২০-৩০টি গ‌ণিত বিষয়ক ও Analyticalability বিষয়ক প্রশ্ন (English version) থাকবে। বাংলা‌দেশ ব্যাংক এডি, অফিসার ইত্যা‌দি প‌দে ভা‌লো করার ওপরে সফলতা অনেকাংশে নির্ভরশীল। যেসব ট‌পিক দেখ‌তে হ‌বে: সংখ্যা (মৌ‌লিক, সহ‌মৌ‌লিক), ধারা, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, ঐকিক পদ্ধতি, গড়, বয়স নির্ণয়,‌ স্রোত ও নৌকার বেগ, ভগ্নাংশ, অনুপাত ও সমানুপাত, ট্রেনের গ‌তি ও‌ বেগ, পাইপ ও চৌবাচ্চা-সম্পর্কিত সমস্যা, বর্গ ও বর্গমূল, সূচক, লসাগু, গসাগু, বীজগণিতের বর্গ, ঘন ও উৎপাদক-সম্পর্কিত মৌলিক সমস্যা, জ্যামিতি অংশ থে‌কে কোণ,‌ ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ (রম্বস, আয়ত, সামান্ত‌রিক, বর্গ) ইত্যাদি। স্বল্প সম‌য়ে ও সহ‌জে স‌ঠিক উত্তর নির্ণয় করার কৌশল আয়ত্ত কর‌তে হ‌বে।
গণিতে সঠিক উত্তরে পূর্ণ নম্বর পাওয়া যায়, যা অন্য কোনো অংশে সম্ভব নয়। প্রতিদিন বুঝে অনুশীলন করতে হবে। বিগত বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও এমবিএ ভর্তি পরীক্ষার প্রশ্ন, GRE, GMAT-এর ম্যাথ সমাধান করতে পারেন। প্রিলির প্রস্তুতি এমনভাবে নিতে হবে, যেন লিখিত অংশের প্রস্তুতিও হয়ে যায়।
  • ইংরেজি: ব্যাংক প্রিলি‌মিনা‌রি পরীক্ষায় English বল‌তে Grammar ও Vocabularyকেই বোঝায়।
যেসব ট‌পিক দেখ‌তে হ‌বে: Synonym, Antonym, Analogy, Phrase And Idioms, Correction, Spelling, Preposition, Right Form Of Verb, Using Appropriate Words In The Gap/Blank, Conditional Sentence, Tense, Etc. এমন‌কি Passage দি‌য়েও ৩-৪টি প্রশ্ন থাক‌তে পা‌রে।
  • কম্পিউটার: ক‌ম্পিউটার অংশ থে‌কে সাধারণত ১০টি প্রশ্ন থাকে। যেসব ট‌পিক দেখ‌তে হ‌বে: হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট ও আউটপুট ডিভাইস, ইন্টার‌নেট, ই-কমার্স, এমএস ওয়ার্ড, পাওয়ার প‌য়েন্ট, এক্সেল, কমপিউটার ভাইরাস, অ্যান্টি ভাইরাস,‌ ডেটা কো‌ডিং, LAN, MAN, WAN, Operating System, ALU, Hard Disc, CPU, History Of Computer থে‌কে প্রশ্ন করা হয়।

সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান পড়ার সু‌নির্ধা‌রিত কোনো সীমা‌রেখা নেই। ত‌বে যেসব বিষয় না দেখলেই নয় সেগু‌লো হ‌লো: 

১. অর্থনী‌তিবিষয়ক তথ্য: ‌বা‌জেট, VAT, ADP, GDP, GNP, মাথাপিছু আয়, আর্থিক ও রাজস্বনী‌তি ইত্যা‌দি।
২. ব্যাংকিং ও বিমা: বি‌ভিন্ন দে‌শের মুদ্রা ও কেন্দ্রীয় ব্যাংক, বাংলা‌দেশ ব্যাংক-সংক্রান্ত তথ্য।
৩. অন্যান্য: মহান মু‌ক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনবিষয়ক তথ্য, বিভিন্ন দে‌শের আইনসভা, রাষ্ট্র ও সরকারপ্রধান‌দের নাম,‌ নির্বাচনপদ্ধ‌তি, জাতীয় বিষয়, জাতীয় প্রতীক ইত্যা‌দি। খেলাধুলা,‌ নো‌বেল পুরস্কার, স্বাধীনতা পদক, একু‌শে পদক, প‌রি‌বেশসংক্রান্ত তথ্য, আদমশুমা‌রি, অর্থ‌নৈ‌তিক সমীক্ষাসহ বি‌ভিন্ন জ‌রি‌পের ফলাফল।
৪. চলমান উল্লেখ‌যোগ্য ঘটনাব‌লি: সংবাদপত্র ও কারেন্ট অ্যা‌ফেয়ার্স/ ওয়ার্ল্ড থে‌কে।
৫. বৈ‌শ্বিক ও আঞ্চ‌লিক সংস্থা-সম্প‌র্কিত তথ্যাব‌লি: WTO, IMF, IBRD/WB, IFC, IMF, GATT, EU, SARRC, OPEC, ASEAN, NATO ইত্যা‌দি সংস্থার বর্তমান সদস্য ও প্রধান কর্মকর্তা, সদর দপ্তর, প্রতিষ্ঠাকাল, লক্ষ ও উদ্দেশ্য।
 
অনুলিখন: জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত