Ajker Patrika

শ্রেণিকক্ষে আবর্জনা : আজিমপুর কলেজের অধ্যক্ষসহ মনিটরিং টিম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৮
শ্রেণিকক্ষে আবর্জনা : আজিমপুর কলেজের অধ্যক্ষসহ মনিটরিং টিম বরখাস্ত

রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাছিবুর রহমানসহ তাঁর নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তাঁদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

পাশাপাশি শ্রেণিকক্ষে আবর্জনা পাওয়া যাওয়ায় তাঁদের ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি বলেন, `আমরা আজকে এখানে আপনাদের জানিয়ে এসেছি। আমরা জানিয়ে বা না জানিয়ে সব জায়গায় যাব। আমরা কোথাও যদি নিয়মের ব্যত্যয় দেখি, যেটা আমরা মনে করব অবহেলাজনিত কারণে হয়েছে। ছোটখাটো এইদিক ওইদিক সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু দীর্ঘদিন ময়লা-আবর্জনা ফেলে রাখা যেটা সমস্যার কারণ হতে পারে, যদি দেখি এটা অবহেলাজনিত কারণে হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সেই স্কুলের শিক্ষক বা কর্মকর্তা হন কিংবা আমার শিক্ষা অধিদপ্তরের যাদের এটা দেখার কথা ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

অভিভাবকেরা যদি টিউশন ফি একবারে দিতে না পরেন, তাহলে তাঁদের মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন দীপু মনি।

স্কুলের সামনে অভিভাবকদের জটলা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের মধ্যে দিয়ে অভিভাবকেরা সম্ভব হলে চলে যাবেন, না হলে স্কুল থেকে দূরে কোথাও স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন।

শিক্ষামন্ত্রী এ সময় স্কুলের ইউনিফর্ম নিয়ে শিক্ষার্থীদের চাপ না দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে জেএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানান। এ সময় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পোষানোর জন্য পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত