Ajker Patrika

ছাত্রজীবনে ভ্রমণের অভিজ্ঞতা নিন

এম এম মুজাহিদ উদ্দীন
ছাত্রজীবনে ভ্রমণের অভিজ্ঞতা নিন

শুধু বই পড়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। বাস্তব শিক্ষার জন্য ভ্রমণ করা প্রয়োজন। তাই ছাত্রজীবন থেকে ভ্রমণের অভ্যাস গড়ে তুলতে হবে। ছাত্রজীবন থেকে ভ্রমণ করার সুফল নিয়ে বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। 

চিন্তা ও জ্ঞানকে পরিশীলিত করতে
বইয়ে নানা সময়ে পড়েছেন ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের বর্ণনা, আর সেসব জায়গা যদি সরাসরি পরিদর্শন করা যায়, তা হলে বইয়ের পড়ার সঙ্গে বাস্তবতার মিল করতে পারলে সে সম্পর্কে জ্ঞানটা পাকাপোক্ত হয়। নতুন কোনো স্থানে ভ্রমণ করলে বিভিন্ন মানুষের জীবনযাপন সরাসরি দেখলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। এতদিন যেভাবে ভাবতেন, সেই ভাবনার দেয়ালের পলেস্তারায় নতুন প্রলেপ যুক্ত হবে। আপনার চিন্তা ও জ্ঞান পরিশীলিত হবে। মানুষের প্রতি সম্প্রীতি ও মমত্ববোধ সৃষ্টি হতে পারে। 

নতুন পরিবেশে মানিয়ে নিতে
একজন স্মার্ট ব্যক্তি হলেন তিনি, যিনি সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারেন। কবি বলেছেন, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া’। আমরা অনেকেই নতুন পরিবেশে যেতে চাই না। ঘরকুনো হয়ে থাকি। এতে নতুন পরিবেশ মানিয়ে নেওয়ার দক্ষতা তৈরি হয় না। নতুন পরিবেশে আপনি যখন ভ্রমণ করবেন তখন দেখবেন কত মানুষ আপনার চেয়ে কত কষ্টে জীবনযাপন করছে। পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করলে দেখবেন পাহাড়ের ওপর কত ছোট একটা ঘর বেঁধে তারা জীবন পার করে দিচ্ছে। সে ঘরে অন্যদের মতো গতানুগতিক দামি দামি ফার্নিচার নেই।

খাওয়ার পানি কয়েক কিলোমিটার দূর থেকে পিঠে করে বয়ে আনছে তারা। এ ছাড়া আপনি উন্নত দেশে ঘুরতে গেলে দেখবেন সেখানে কাজের লোক পাওয়া যায় না। বাসার সব কাজ নিজেকে করতে হয়। ভ্রমণ করে ছাত্রজীবন থেকে নিজের দায়িত্ব নেওয়া শিখে যাবেন। সাহসও বেড়ে যাবে। যত নতুন পরিবেশে যাবেন, তত অভিজ্ঞতা বাড়বে আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার দক্ষতা তৈরি হবে। 

ভাষাগত দক্ষতা বাড়াতে
ভিন্ন ভাষার এলাকায় অথবা দেশে ঘুরতে গেলে আপনার ভাষাগত দক্ষতা বাড়বে। আপনি যদি ভিন্ন কোনো দেশে ঘুরতে যেতে পারেন, তাহলে আপনার সেই ভিন্ন ভাষা শেখার সুযোগ হবে। কেবল তিন-চার দিন থাকলেও আপনি সে দেশের ভাষার কিছু কিছু আয়ত্ত করতে পারবেন। বই পড়ে ভাষা যতটা শেখা যায়, তার থেকে শুনে ও বলে অনেক বেশি শেখা যায়।

আমি এমন একজন দিনমজুরকে চিনি, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, শুধু কয়েক বছর কাতারে শ্রমিকের কাজ করেছিলেন। এখন তিনি আরবিতে অনর্গল কথা বলতে পারেন। নতুন ভাষা শিখলে ক্যারিয়ারের জন্য ভালো। 

জীবনে সুখী হওয়ার জন্য
আমাদের সবার জীবনের লক্ষ্য হলো সুখী হওয়া। এক গবেষণায় দেখা গেছে, ভ্রমণ করলে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায়। নিত্যনতুন জায়গায় গিয়ে সৌন্দর্য উপভোগ করলে আপনার মন তৃপ্ত হবে। আমাদের জীবনটা খুবই ছোট। তাই ছাত্রজীবন থেকে ভ্রমণ করলে পৃথিবীর অনেক কিছুই আপনি দেখতে পারবেন। সৃষ্টিকর্তার অপার সৃষ্টি দেখে আপনি বিমোহিত হবেন। এতে আপনি ভ্রমণ করে এসে পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। 

উন্নত ক্যারিয়ার গড়তে
ছাত্রজীবন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারলে এটা ক্যারিয়ারের জন্য ভালো। আপনার নেটওয়ার্ক বাড়বে। আপনি সেসব জায়গায় গেলে নিজেদের পড়াশোনা ও দক্ষতার সঙ্গে তুলনা করার সুযোগ পাবেন। বুঝতে পারবেন পৃথিবীটা কত এগিয়ে গেছে। পড়াশোনার পদ্ধতিটা কেমন হওয়া উচিত। শুধু পুঁথিগত বিদ্যা নিয়েই তাঁরা এগিয়ে যাননি। যাঁরা আমাদের থেকে এগিয়ে গেছেন, তাঁরা পড়াশোনা ও নিজের কাজের প্রতি কতটা আন্তরিক, সেটা বুঝতে পারবেন। ফলে সে আলোকে নিজেকে তৈরি করতে পারবেন। বিশ্বের সেরা সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যেতে পারবেন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করবেন। 
 
ভ্রমণ করতে টাকা পাব কোথায়
যাঁরা ভ্রমণপিপাসু তাঁরা যেভাবেই হোক ভ্রমণের টাকার ব্যবস্থা করে ফেলেন। কেউ টিফিনের টাকা জমিয়ে, হাত খরচের টাকা বাঁচিয়ে, আবার কেউ টিউশন করিয়ে। এ ছাড়া পড়াশোনার পাশাপাশি কোনো খণ্ডকালীন কাজ করেও ছাত্রজীবনে টাকা আয় করার সুযোগ রয়েছে। সে সব টাকা জমিয়ে সময়-সুযোগ পেলেই দেশ ও বিদেশ ভ্রমণ করে পৃথিবীটা দেখার এবং জানার অফুরন্ত সুযোগ রয়েছে। ভ্রমণ করার জন্য সবসময় অনেক বেশি টাকার প্রয়োজন হয়, বিষয়টা সত্য নয়। আপনার জেলারই ঐতিহাসিক কোনো জায়গায় ঘুরে তো আসতেই পারেন। চলুন পৃথিবীটা দেখি ও নিজেকে গড়ি।

এম এম মুজাহিদ উদ্দীন, ক্যারিয়ারবিষয়ক লেখক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত