এমআইএসটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

শিক্ষা ডেস্ক
Thumbnail image

২০২৫ শিক্ষাবর্ষে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর বেলা ১১টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি-ইচ্ছুকরা আবেদন করতে পারছেন। আবেদন চলবে আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমআইএসটিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ এবারও আছে। তবে এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে ৫ শতাংশ নম্বর কাটা যাবে।

আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

এমআইএসটিতে আবেদনে আগ্রহী প্রার্থীদের ২০২২-২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ (জিপিএ-৫) পেতে হবে। আর ২০২৩-২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে ১৮ পয়েন্ট থাকতে হবে। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে এইচএসসি ও সমমানের জিপিএ-৪ করে পেতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত