বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি শুরু, ক্লাস ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এ লক্ষ্যে গতকাল শনিবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির চূড়ান্ত কার্যক্রম শুরু হয়। কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। এ সময় তিনি ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ভর্তি কার্যক্রম চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। পাশাপাশি ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। 

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৫৭০।বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত