বাউবির বিএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা ডেস্ক
Thumbnail image

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলী আখতার ডলি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হবে, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০২৫ সালের ৮ জানুয়ারি প্রকাশিত হবে।

প্রবেশপত্র পাওয়া যাবে ৮ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নে। আগামী ১৮ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত