Ajker Patrika

পরীক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে কেন্দ্রে থাকার অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৭: ৪১
পরীক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে কেন্দ্রে থাকার অনুরোধ ডিএমপির

করোনাভাইরাসের মধ্যেই আগামীকাল শুক্রবার শুরু হবে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। এদিকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করায় রাজধানীতে তীব্র বাস সংকট সৃষ্টি হয়েছে। 

এই পরিস্থিতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

আজ বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করায় পরিবহন সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার মেডিকেল পরীক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত