শিক্ষা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটিকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে তাঁরা বলছেন, ‘এ কমিটির লক্ষ্য–উদ্দেশ্য নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ নেই। কার্যপরিধিতে সংস্কারের কথা থাকলেও আমরা মূলত এখন আর কোনো সংস্কার চাচ্ছি না। আমরা এখন সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবির আন্দোলনে রয়েছি। এখানে আমাদের দাবির সঙ্গে তাঁদের কার্যপরিধি সাংঘর্ষিক। তাই আমরা তাদের এ কমিটির লক্ষ্য–উদ্দেশ্য নিয়ে বেশ শঙ্কিত।’
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এক বিবৃতিতে এ শঙ্কার কথা জানানো হয়। একই সঙ্গে এ কমিটিতে কোনো ছাত্র প্রতিনিধি না রাখায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত এ কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবি তাঁদের।
সাত কলজে শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ অক্টোবর রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে সাত কলেজ শিক্ষার্থীদের এবারের মাঠ পর্যায়ের আন্দোলন শুরু হয়। এবারে শিক্ষার্থীরা সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে এ কলেজগুলোর সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন। কারণ, ২০১৭ সালে যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে এ কলেজগুলোকে ঢাবি অধিভুক্ত করা হয়েছে, সেটা বিগত ৮ বছরেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ঢাবির অধীনে শুধু মাত্র সার্টিফিকেট অর্জন ছাড়া শিক্ষার গুণগত মানের কোনো উন্নতি হয়নি। উল্টো শিক্ষার্থীদের খাতার অবমূল্যায়ন, ফল বিপর্যয়, মাত্রাতিরিক্ত ফিসহ নানা ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে তারা বলেন, এসব বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীরা সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিটি গঠনের দাবিতে গত ২১ অক্টোবর রাজপথে নেমে আসেন। এরপর দ্বিতীয় দফায় গত ২৩ অক্টোবরও একই ধরনের কর্মসূচি পালিত হয়। এর আগে শিক্ষার্থীরা ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করে তাদের দাবি গণমাধ্যমে জানিয়েছেন। দাবির বিষয়টি জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও সাত কলেজ অধ্যক্ষদের স্মারকলিপি দেওয়া হয়েছে।
এদিকে, রাজপথে শিক্ষার্থীদের একের পর এক কর্মসূচির মুখে সরকার গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রাথমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা আগামী ছয় সপ্তাহের মধ্যে চিহ্নিতকরণ এবং চিহ্নিত সমস্যা নিরসনকল্পে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে এবং কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবে।
এ কমিটির প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, ‘আমরা সাত কলেজের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। সরকার শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে যে কমিটি গঠন করেছে, সেটা আমাদের দাবি বাস্তবায়নে কাজ করবে বলে আমরা আশা করছি। কিন্তু ১৩ সদস্য বিশিষ্ট কমিটি কীভাবে কাজ করবে বা তাদের কি লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যেহেতু পরিষ্কার কিছুই মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই; তাই আমরা এটা নিয়ে শঙ্কিত।’
তারা আরও বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, শিক্ষার্থীরা আর কোনো ধরনের সংস্কার চায় না। তারা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চায়। সরকারের গঠিত কমিটি শিক্ষার্থীদের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা চাইবে, তাদের সঙ্গে সেভাবে কাজ করতে আমরা প্রস্তুত। এ ছাড়া এ কমিটিতে কোনো শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়নি। আমরা অতি দ্রুত এ কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের যুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এ ছাড়া আমরা সরকারের এ কমিটি আরও গভীরভাবে বিশ্লেষণ করছি। আমাদের বিচার-বিশ্লেষণ শেষে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।
সাত কলেজ সংস্কার আন্দোলনের প্রতিনিধি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি সাগর আজকের পত্রিকাকে বলেন, মন্ত্রণালয়ের কমিটির লক্ষ্য–উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কমিটিকে সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করার নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের যুক্ত করতে হবে। এসব দাবি বাস্তবায়নে আমরা কর্তৃপক্ষকে আগামী ৩ কার্যদিবস সময় দিতে চাই। এর মধ্যে আমরা সন্তোষজনক আশ্বাস না পেলে আগামী ২৯ অক্টোবর আমরা আমাদের পরবর্তী করণীয় ঠিক করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটিকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে তাঁরা বলছেন, ‘এ কমিটির লক্ষ্য–উদ্দেশ্য নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ নেই। কার্যপরিধিতে সংস্কারের কথা থাকলেও আমরা মূলত এখন আর কোনো সংস্কার চাচ্ছি না। আমরা এখন সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবির আন্দোলনে রয়েছি। এখানে আমাদের দাবির সঙ্গে তাঁদের কার্যপরিধি সাংঘর্ষিক। তাই আমরা তাদের এ কমিটির লক্ষ্য–উদ্দেশ্য নিয়ে বেশ শঙ্কিত।’
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এক বিবৃতিতে এ শঙ্কার কথা জানানো হয়। একই সঙ্গে এ কমিটিতে কোনো ছাত্র প্রতিনিধি না রাখায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত এ কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবি তাঁদের।
সাত কলজে শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ অক্টোবর রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে সাত কলেজ শিক্ষার্থীদের এবারের মাঠ পর্যায়ের আন্দোলন শুরু হয়। এবারে শিক্ষার্থীরা সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে এ কলেজগুলোর সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন। কারণ, ২০১৭ সালে যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে এ কলেজগুলোকে ঢাবি অধিভুক্ত করা হয়েছে, সেটা বিগত ৮ বছরেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ঢাবির অধীনে শুধু মাত্র সার্টিফিকেট অর্জন ছাড়া শিক্ষার গুণগত মানের কোনো উন্নতি হয়নি। উল্টো শিক্ষার্থীদের খাতার অবমূল্যায়ন, ফল বিপর্যয়, মাত্রাতিরিক্ত ফিসহ নানা ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে তারা বলেন, এসব বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীরা সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিটি গঠনের দাবিতে গত ২১ অক্টোবর রাজপথে নেমে আসেন। এরপর দ্বিতীয় দফায় গত ২৩ অক্টোবরও একই ধরনের কর্মসূচি পালিত হয়। এর আগে শিক্ষার্থীরা ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করে তাদের দাবি গণমাধ্যমে জানিয়েছেন। দাবির বিষয়টি জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও সাত কলেজ অধ্যক্ষদের স্মারকলিপি দেওয়া হয়েছে।
এদিকে, রাজপথে শিক্ষার্থীদের একের পর এক কর্মসূচির মুখে সরকার গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রাথমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা আগামী ছয় সপ্তাহের মধ্যে চিহ্নিতকরণ এবং চিহ্নিত সমস্যা নিরসনকল্পে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে এবং কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবে।
এ কমিটির প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, ‘আমরা সাত কলেজের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। সরকার শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে যে কমিটি গঠন করেছে, সেটা আমাদের দাবি বাস্তবায়নে কাজ করবে বলে আমরা আশা করছি। কিন্তু ১৩ সদস্য বিশিষ্ট কমিটি কীভাবে কাজ করবে বা তাদের কি লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যেহেতু পরিষ্কার কিছুই মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই; তাই আমরা এটা নিয়ে শঙ্কিত।’
তারা আরও বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, শিক্ষার্থীরা আর কোনো ধরনের সংস্কার চায় না। তারা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চায়। সরকারের গঠিত কমিটি শিক্ষার্থীদের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা চাইবে, তাদের সঙ্গে সেভাবে কাজ করতে আমরা প্রস্তুত। এ ছাড়া এ কমিটিতে কোনো শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়নি। আমরা অতি দ্রুত এ কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের যুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এ ছাড়া আমরা সরকারের এ কমিটি আরও গভীরভাবে বিশ্লেষণ করছি। আমাদের বিচার-বিশ্লেষণ শেষে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।
সাত কলেজ সংস্কার আন্দোলনের প্রতিনিধি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি সাগর আজকের পত্রিকাকে বলেন, মন্ত্রণালয়ের কমিটির লক্ষ্য–উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কমিটিকে সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করার নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের যুক্ত করতে হবে। এসব দাবি বাস্তবায়নে আমরা কর্তৃপক্ষকে আগামী ৩ কার্যদিবস সময় দিতে চাই। এর মধ্যে আমরা সন্তোষজনক আশ্বাস না পেলে আগামী ২৯ অক্টোবর আমরা আমাদের পরবর্তী করণীয় ঠিক করব।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১১ ঘণ্টা আগেজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন...
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা–২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ছেলেদের গ্রুপে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ২–১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
১১ ঘণ্টা আগে২০২৪–২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ভর্তি পরীক্ষা–সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
১৮ ঘণ্টা আগে