অর্ধেক প্রশ্নোত্তরে বাকি এইচএসসি পরীক্ষা, হবে দুই সপ্তাহ পর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১৫: ৩১
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৫: ৪২

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়া হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘স্থগিত এইচএসসি পরীক্ষা দুই সপ্তাহ পেছানো হবে। একই সঙ্গে বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিগগির অফিস আদেশ জারি করা হবে।’

অর্ধেক প্রশ্নোত্তরের বিষয়টি সম্পর্কে তিনি বলেন, ‘আগে যদি একটি বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে এখন চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষা পূর্ণ সময়েই থাকবে।’

গতকাল সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে পরীক্ষার্থীদের একাংশ।

এর আগে ১৬ আগস্ট স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত