এ বছর জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম: ঢাকা বোর্ডের চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২২, ২২: ১৭
Thumbnail image

চলতি বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। 

তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, এবার জেএসসি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা কম। 

আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তপন কুমার সরকার বলেন, ‘৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। সার্বিক বিবেচনায় এই পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে। তাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। তবে পরীক্ষা আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। মন্ত্রণালয় চাইলে আমরা পরীক্ষা নিতে পারব।’ 
 
চেয়ারম্যান আরও বলেন, ‘আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর খুব কম সময়ই পাওয়া যাবে।’ 

এ ছাড়া জেএসসি পরীক্ষা হোক বা বার্ষিক হোক অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সনদ পাবে। কারণ, এই সনদ শিক্ষার্থীদের নানা কাজে লাগতে পারে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। 

এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত