Ajker Patrika

ঢাবিতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হতে লাগবে পিএইচডি ডিগ্রি

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হতে লাগবে পিএইচডি ডিগ্রি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে পিএইচডি ডিগ্রি থাকতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়। 

ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে পূর্ব শর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিন্ডিকেট সভায় এটি অনুমোদিত হবে।’ 

গবেষণায় উৎসাহ দিতে পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের স্কলারশিপের অর্থের পরিমাণ বাড়ানোর ওপর জোর দেওয়া হবে বলে উল্লেখ করেন উপাচার্য। 

আগামী জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। গতবারের মতো এবারও পাঁচটি ইউনিটের (ক, খ, গ, ঘ এবং ঙ) অধীনে এই পরীক্ষা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত