অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১০: ১৪
Thumbnail image

২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়া। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ পাবেন। 

স্নাতকোত্তরে বৃত্তির জন্য শিক্ষার্থীদের স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থী হতে হবে। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রির জন্য ২ বছর আর পিএইচডি ডিগ্রির জন্য পাবেন ৩ বছর সময়।

শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ভাতা হিসেবে বছরে থাকছে ৪৭ হাজার ৩৬৯ অস্ট্রেলিয়ান ডালার (৩৮ লাখ ৭৭ হাজার ৫২৫ টাকা)। এ ছাড়া সাবসিস্টেন্স ভাতা ও ট্রান্সফার ভাতারও ব্যবস্থা রয়েছে। 

নির্বাচিত শিক্ষার্থীরা কলা, আইন, স্বাস্থ্য, বিজ্ঞান ও ব্যবসায় অর্থনীতির মতো বিষয়ে লেখাপড়া করার সুযোগ পাবেন। এ লিংকে গিয়ে বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আবেদনের শেষ সময় ৪ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত