বিজ্ঞপ্তি
নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টারভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলের জন্য ১৮ জনকে শতভাগ মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস শীমা আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর এনএসইউর ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।’
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এস কে তৌফিক এম হক; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।
প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা গর্ব করতে পারেন। কারণ, গবেষণাভিত্তিক মানসম্মত শিক্ষা দিয়ে এনএসইউ নিজেদের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে জাভেদ মুনির আহমেদ বলেন, ‘চোখের পলকেই আগামী চার বছর কেটে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আপনারা নতুন কিছু শিখবেন, অনেক কিছু অর্জন করবেন। এই সময়টাকে ভালোভাব কাজে লাগাবেন, যেন ইতিবাচক পরিবর্তনের ভেতর থেকে যেন আপনারা সাফল্য অর্জন করতে পারেন।’
বিশেষ অতিথি মিসেস শীমা আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন, ভালো কাজ না করতে পারলেও অন্যের ক্ষতি কোরো না। নবীন শিক্ষার্থীরা আপনারা আপনাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় এই কথাটি সব সময় মনে রাখবেন।’
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুর রব খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী, বহুজাতিক ও বৈচিত্র্যময় জায়গা। এখানে শ্রেণিকক্ষের বাইরেও আপনারা অনেক বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবেন। এসব অভিজ্ঞতা দিয়ে আপনারা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন সানজিদা মাহমুদ নন্দিতা ও ঋতুরাজ-এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টারভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলের জন্য ১৮ জনকে শতভাগ মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস শীমা আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর এনএসইউর ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।’
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এস কে তৌফিক এম হক; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।
প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা গর্ব করতে পারেন। কারণ, গবেষণাভিত্তিক মানসম্মত শিক্ষা দিয়ে এনএসইউ নিজেদের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে জাভেদ মুনির আহমেদ বলেন, ‘চোখের পলকেই আগামী চার বছর কেটে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আপনারা নতুন কিছু শিখবেন, অনেক কিছু অর্জন করবেন। এই সময়টাকে ভালোভাব কাজে লাগাবেন, যেন ইতিবাচক পরিবর্তনের ভেতর থেকে যেন আপনারা সাফল্য অর্জন করতে পারেন।’
বিশেষ অতিথি মিসেস শীমা আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন, ভালো কাজ না করতে পারলেও অন্যের ক্ষতি কোরো না। নবীন শিক্ষার্থীরা আপনারা আপনাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় এই কথাটি সব সময় মনে রাখবেন।’
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুর রব খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী, বহুজাতিক ও বৈচিত্র্যময় জায়গা। এখানে শ্রেণিকক্ষের বাইরেও আপনারা অনেক বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবেন। এসব অভিজ্ঞতা দিয়ে আপনারা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন সানজিদা মাহমুদ নন্দিতা ও ঋতুরাজ-এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি আবেদন এবং আবেদন ফি জমা দেওয়ার সময় বেড়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও) আবেদন...
৪ ঘণ্টা আগেএই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা ব্র্যাক ব্যাংকের প্রযুক্তিগত সমন্বিত পরিষেবা ব্যবহার করে নিরবচ্ছিন্নভাবে ফি পরিশোধ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১১০০টিরও বেশি এজেন্ট আউটলেট থেকে শিক্ষার্থীরা সহজেই ফি জমা দিতে পারবেন। অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ‘আস্থা’ অ্যাপ সংযুক
১৭ ঘণ্টা আগেবাংলায় কম্পিউটার ব্যবহারে বিপ্লব ঘটানো ‘অভ্র’ কি-বোর্ডের সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে একুশে পদক অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এই সংবর্ধনার আয়োজন করে।
১৭ ঘণ্টা আগেকুমিল্লার সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে মতবিনিময় সভা, নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক অর্জন উদ্যাপন করেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে