Ajker Patrika

সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানাল নর্থ সাউথ ইউনিভার্সিটি 

বিজ্ঞপ্তি
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২৩: ৩৪
সামার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানাল নর্থ সাউথ ইউনিভার্সিটি 

নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টারভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলের জন্য ১৮ জনকে শতভাগ মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস শীমা আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর এনএসইউর ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।’

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এস কে তৌফিক এম হক; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।

প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা গর্ব করতে পারেন। কারণ, গবেষণাভিত্তিক মানসম্মত শিক্ষা দিয়ে এনএসইউ নিজেদের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে জাভেদ মুনির আহমেদ বলেন, ‘চোখের পলকেই আগামী চার বছর কেটে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আপনারা নতুন কিছু শিখবেন, অনেক কিছু অর্জন করবেন। এই সময়টাকে ভালোভাব কাজে লাগাবেন, যেন ইতিবাচক পরিবর্তনের ভেতর থেকে যেন আপনারা সাফল্য অর্জন করতে পারেন।’

বিশেষ অতিথি মিসেস শীমা আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন, ভালো কাজ না করতে পারলেও অন্যের ক্ষতি কোরো না। নবীন শিক্ষার্থীরা আপনারা আপনাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় এই কথাটি সব সময় মনে রাখবেন।’

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুর রব খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী, বহুজাতিক ও বৈচিত্র্যময় জায়গা। এখানে শ্রেণিকক্ষের বাইরেও আপনারা অনেক বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবেন। এসব অভিজ্ঞতা দিয়ে আপনারা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন সানজিদা মাহমুদ নন্দিতা ও ঋতুরাজ-এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরল ভোট

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত