এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে আগামী বছরেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৮: ৩৩
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৮: ৪২
ফাইল ছবি

আগামী বছর ফের পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রায় দুই মাস পিছিয়ে এপ্রিলের মাঝামাঝি এসএসসি এবং জুনের শেষ দিকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে ঠিকমতো পাঠদান হয়নি। ফলে সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। এই কারণে চলতি বছরের চেয়ে আগামী বছর অন্তত দুই মাস পরীক্ষা পেছানো হতে পারে।

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এরপর গত বছর থেকে এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। গত বছর এই পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে।

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, সাধারণত এসএসসির পরীক্ষার দুই মাস পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত