গাজীপুর প্রতিনিধি
প্রায় ১৮ মাস পর ১২ সেপ্টেম্বর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পাঠ গ্রহণে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। প্রায় দুই মাস ক্লাস শেষে মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের উপস্থিতি পাওয়া গেছে ৬৯ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ প্রায় ৩১ শতাংশ শিক্ষার্থীই অনুপস্থিত। তবে, অনুপস্থিত শিক্ষার্থীদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।
গত ১২ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানার কাছ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গাজীপুর সদরে শিক্ষার্থী উপস্থিতির হার ৭০ শতাংশ, শ্রীপুর উপজেলায় ৭০ শতাংশ, কাপাসিয়ায় ৬০ শতাংশ, কালিয়াকৈর উপজেলায় ৮২ শতাংশ, কালীগঞ্জ উপজেলায় ৬৫ শতাংশ। মাধ্যমিকে অনেক ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়ে ঝরে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গাজীপুরের বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক ছাত্র গ্রামে চলে গেছে। কেউ কেউ নানা কর্মকাণ্ডে জড়িয়ে গেছে। দীর্ঘ একটি সময় ছাত্র ও শিক্ষকদের মাঝে যোগাযোগ না থাকায় শিক্ষকেরা ছাত্রদের ঝরে পড়ার কারণ ঠিকভাবে বলতেও পারছেন না। তবে শিক্ষকেরা জানালেন, ‘আমরা প্রতিটি অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, আবারও শিক্ষার্থীদের পদচারণে মুখর হবে বিদ্যালয় প্রাঙ্গণ।’
জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, গাজীপুরে মাধ্যমিকে স্তরেও উপস্থিতির হার কম রয়েছে। তবে, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে প্রায় শতভাগ শিক্ষার্থী। সবশেষ ৯ নভেম্বরের হিসাবমতে গাজীপুর সদর উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২২ হাজার ৯২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্যে শতভাগ শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে।
রেবেকা সুলতানা আরও বলেন, করোনা মহামারিতে দীর্ঘ ছুটির কারণে প্রতিটি বিদ্যালয়েই ১০ থেকে ১৫ শতাংশ শিক্ষার্থী কমেছে। অনেকে হয়তো অভিভাবকের সঙ্গে গ্রামের বাড়ি চলে গেছে। কোনো কোনো ছাত্রী হয়তো বাল্যবিবাহের শিকার হয়েছে। কী কারণে তারা অনুপস্থিত তা চিহ্নিত করে তাদের বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রায় ১৮ মাস পর ১২ সেপ্টেম্বর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পাঠ গ্রহণে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। প্রায় দুই মাস ক্লাস শেষে মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের উপস্থিতি পাওয়া গেছে ৬৯ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ প্রায় ৩১ শতাংশ শিক্ষার্থীই অনুপস্থিত। তবে, অনুপস্থিত শিক্ষার্থীদের স্কুলে ফেরানোর উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।
গত ১২ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানার কাছ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গাজীপুর সদরে শিক্ষার্থী উপস্থিতির হার ৭০ শতাংশ, শ্রীপুর উপজেলায় ৭০ শতাংশ, কাপাসিয়ায় ৬০ শতাংশ, কালিয়াকৈর উপজেলায় ৮২ শতাংশ, কালীগঞ্জ উপজেলায় ৬৫ শতাংশ। মাধ্যমিকে অনেক ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়ে ঝরে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গাজীপুরের বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক ছাত্র গ্রামে চলে গেছে। কেউ কেউ নানা কর্মকাণ্ডে জড়িয়ে গেছে। দীর্ঘ একটি সময় ছাত্র ও শিক্ষকদের মাঝে যোগাযোগ না থাকায় শিক্ষকেরা ছাত্রদের ঝরে পড়ার কারণ ঠিকভাবে বলতেও পারছেন না। তবে শিক্ষকেরা জানালেন, ‘আমরা প্রতিটি অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, আবারও শিক্ষার্থীদের পদচারণে মুখর হবে বিদ্যালয় প্রাঙ্গণ।’
জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, গাজীপুরে মাধ্যমিকে স্তরেও উপস্থিতির হার কম রয়েছে। তবে, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে প্রায় শতভাগ শিক্ষার্থী। সবশেষ ৯ নভেম্বরের হিসাবমতে গাজীপুর সদর উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২২ হাজার ৯২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্যে শতভাগ শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে।
রেবেকা সুলতানা আরও বলেন, করোনা মহামারিতে দীর্ঘ ছুটির কারণে প্রতিটি বিদ্যালয়েই ১০ থেকে ১৫ শতাংশ শিক্ষার্থী কমেছে। অনেকে হয়তো অভিভাবকের সঙ্গে গ্রামের বাড়ি চলে গেছে। কোনো কোনো ছাত্রী হয়তো বাল্যবিবাহের শিকার হয়েছে। কী কারণে তারা অনুপস্থিত তা চিহ্নিত করে তাদের বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার) হলো এমন একটি নথি, যা আবেদনকারী শিক্ষার্থীর যোগ্যতা, দক্ষতা ও গুণাবলির স্বীকৃতি প্রদান করে। এটি সাধারণত প্রার্থীর শিক্ষক, সুপারভাইজার বা মেন্টর লিখে থাকেন।
৭ ঘণ্টা আগেগাজীপুরের কালীগঞ্জে কলেজশিক্ষার্থীদের সঙ্গে পাঠকবন্ধুর সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ মহিলা ডি
১৭ ঘণ্টা আগেব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজ ভার্স ২০২৪ ’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব।
১৯ ঘণ্টা আগেঅতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
২০ ঘণ্টা আগে