সাধারণ জ্ঞান শেখার কৌশল

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৮: ৩৭

একজন সচেতন মানুষের সাধারণ জ্ঞান থাকা উচিত। সরকারি-বেসরকারি চাকরির প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষায় সাধারণ জ্ঞান অত্যাবশ্যকীয় বিষয়। তা ছাড়া, বিভিন্ন প্রতিযোগিতায় ও চলার পথে এ জ্ঞানের বিকল্প নেই। সাধারণ জ্ঞান শেখার কৌশল নিয়ে লিখেছেন 
এম এম মুজাহিদ উদ্দীন।

পত্রিকা পড়ুন
দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার এক বা একাধিক পত্রিকা পড়তে পারলে ভালো হয়। পত্রিকার সম্পাদকীয় পাতা, আন্তর্জাতিক পাতা, অর্থনীতি পাতা ছাড়াও প্রথম ও শেষ পাতা পড়তে হবে। বিবিসি, সিএনএন, আল জাজিরা প্রভৃতি আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত চোখ রাখতে হবে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করে নিজের মতামত দেওয়া শিখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত কোথাও পেলে তা ডায়েরিতে নোট করে রাখা যেতে পারে।

মনে রাখুন
যেসব বিষয়বস্তু কঠিন মনে হয়, সেগুলো ছন্দ বা সূত্র বানিয়ে মনে রাখা যেতে পারে। এ ছাড়া নিজের পরিচিত কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করে মনে রাখা যেতে পারে। যেমন আপনার পরিচিত যদি কারোর নাম আকবর থাকে তাহলে সম্রাট আকবরসংশ্লিষ্ট তথ্যগুলো পরিচিত আকবরের সঙ্গে মিলিয়ে মনে রাখলে পরবর্তী সময়ে ব্রেন সহজে মনে করিয়ে দেবে। সব ঘটনার তারিখ বা সাল মনে রাখা সহজ নয়। শুধু গুরুত্বপূর্ণ ঘটনার তারিখ ও সাল মনে রাখলেই হবে।

মানচিত্র দেখুন
সাধারণ জ্ঞান শেখার ক্ষেত্রে মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ ও বিশ্বের দুটি মানচিত্র সংগ্রহে রাখতে হবে। মাঝে মাঝে মানচিত্রে চোখ বুলিয়ে নিজের পঠিত বিষয়ের সঙ্গে মেলালে স্মৃতিতে থাকবে।

সামাজিক মাধ্যমে চোখ রাখুন
ফেসবুকের বিভিন্ন চাকরির গ্রুপ, পেজ থেকে সাধারণ জ্ঞানের নিয়মিত আপডেট পেতে পারেন। এ ছাড়া শুধু সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য ফেসবুকে গ্রুপ রয়েছে। সেখানে সাধারণ জ্ঞানের আপডেট, মৌলিক প্রস্তুতিসহ সাধারণ জ্ঞানবিষয়ক বিভিন্ন লেখা পোস্ট করা হয়। তা ছাড়া,  ইউটিউব থেকেও বিভিন্ন বিষয় সার্চ করে ভিডিও দেখে সাধারণ জ্ঞান অর্জন করতে পারেন। 

সহায়ক গ্রন্থ পড়ুন
সহায়ক গ্রন্থ হিসেবে বাংলাদেশের সংবিধান, অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণির ভূগোল, ইতিহাস ও বিশ্বসভ্যতার বই পড়া যেতে পারে। এ ছাড়া বাজারের প্রচলিত ভালো মানের একটা সাধারণ জ্ঞানের গাইড বই ও তথ্যভিত্তিক মাসিক ম্যাগাজিন পড়তে পারলে কাজে দেবে। বই থেকে বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত সময়ে আসা প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়া যেতে পারে।

অংশগ্রহণ করুন
বিভিন্ন আলোচনা সভা, সেমিনারে অংশগ্রহণ এবং বন্ধু-বান্ধবের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তথ্যভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করলে 
ধীরে ধীরে সাধারণ জ্ঞান বাড়বে। বর্তমানে আমরা তথ্যের অবাধ প্রবাহের যুগে বাস করছি।

আমাদের হাতের নাগালেই বিভিন্ন রিসোর্স রয়েছে। যেখান থেকে যত পারেন জ্ঞানার্জন করে নিজেকে সমৃদ্ধ করুন। আর হয়ে উঠুন 
সাধারণ জ্ঞানে অসাধারণ একজন ব্যক্তি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত