প্রতিনিধি
জাবি (সাভার): অনলাইনে নিয়োগ প্রক্রিয়া বন্ধ চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন করেছেন। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ৬ জন অস্থায়ী প্রভাষক নিয়োগের পরিপ্রেক্ষিতে এ আবেদন করেন একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, আনোয়ারুল্লাহ ভূঁইয়া, আবদুস ছাত্তার ও জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার চার শিক্ষকের পক্ষে হাই কোর্টে রিট করেন অ্যাডভোকেট ড. সৈয়দা নাসরিন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আদলতে রিট ফাইল হয়েছে। আগামী সপ্তাহ নাগাদ রিটের শুনানি হবে বলে আশা করছি। এ ছাড়াও নিয়োগ কার্যক্রম স্থগিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাবি উপাচার্য, রেজিস্ট্রার, কলা ও মানবিক অনুষদের ডিন এবং দর্শন বিভাগের সভাপতিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘বিভাগে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এভাবে শিক্ষক নিয়োগের ঘটনা বিভাগে নজিরবিহীন। এ ছাড়া অনলাইনে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা বিশ্ববিদ্যালয়ের নেই। প্রকাশিত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে অনলাইনে পরীক্ষার বিষয়টি উল্লেখ নেই। এ রকম অস্পষ্টতার মধ্যে শিক্ষক নিয়োগ হতে পারে না।’
এ ব্যাপারে বিভাগের সভাপতি মোস্তফা নাজমুল মানছুর বলেন, ‘২০১১ সালের পর থেকে বিভাগে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। এর মধ্যে বেশ কয়েকজন অবসরে এবং শিক্ষা ছুটিতে গিয়েছেন। ফলে বর্তমান কর্মরত শিক্ষকের সংখ্যা ১৭ জন। এই সংখ্যক শিক্ষক দিয়ে পাঠদান সম্ভব নয় বলেই নতুন করে চাহিদার কথা জানানো হয়।’
কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘বিভাগটিতে এখন দুইটি পক্ষ আছে। আমার জন্য এখানে বিষয়টিতে পক্ষ-বিপক্ষ নেওয়া খুব কঠিন। আর বিভাগের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে ডিনের কোনো ভূমিকা থাকে না। যেহেতু বিষয়টি প্রশাসনিক, প্রশাসন বিষয়টি দেখবে।’
সম্প্রতি তিনটি বিজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন শিক্ষক ও ১০ জন কর্মকর্তা নিয়োগের খবর প্রকাশিত হয়। এর একটি বিজ্ঞাপন ১১ ফেব্রুয়ারি ২০২১ প্রকাশ হয়। যেখানে দর্শন বিভাগে অস্থায়ী ভিত্তিতে ৬ জন প্রভাষকসহ মোট ২৬ জন শিক্ষক নিয়োগের আবেদন আহ্বান করা হয়।
এর আগে, মহামারির মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়েছেন দর্শন বিভাগের আট শিক্ষক।
গতকাল বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর এক স্মারকলিপিতে এ কথা উল্লেখ করেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ১ বছর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পরিস্থিতিতে ৬ জন শিক্ষক নিয়োগ কেবল অপ্রয়োজনীয় নয় দুরভিসন্ধিমূলক। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়েই অনলাইনে এ পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেয়নি, এর মাধ্যমে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। এ ছাড়া অনলাইন কানেকশন সমস্যার কারণে কোনো যোগ্য প্রার্থী অবমূল্যায়নের শিকার হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
জাবি (সাভার): অনলাইনে নিয়োগ প্রক্রিয়া বন্ধ চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন করেছেন। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ৬ জন অস্থায়ী প্রভাষক নিয়োগের পরিপ্রেক্ষিতে এ আবেদন করেন একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, আনোয়ারুল্লাহ ভূঁইয়া, আবদুস ছাত্তার ও জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার চার শিক্ষকের পক্ষে হাই কোর্টে রিট করেন অ্যাডভোকেট ড. সৈয়দা নাসরিন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আদলতে রিট ফাইল হয়েছে। আগামী সপ্তাহ নাগাদ রিটের শুনানি হবে বলে আশা করছি। এ ছাড়াও নিয়োগ কার্যক্রম স্থগিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাবি উপাচার্য, রেজিস্ট্রার, কলা ও মানবিক অনুষদের ডিন এবং দর্শন বিভাগের সভাপতিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘বিভাগে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এভাবে শিক্ষক নিয়োগের ঘটনা বিভাগে নজিরবিহীন। এ ছাড়া অনলাইনে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা বিশ্ববিদ্যালয়ের নেই। প্রকাশিত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে অনলাইনে পরীক্ষার বিষয়টি উল্লেখ নেই। এ রকম অস্পষ্টতার মধ্যে শিক্ষক নিয়োগ হতে পারে না।’
এ ব্যাপারে বিভাগের সভাপতি মোস্তফা নাজমুল মানছুর বলেন, ‘২০১১ সালের পর থেকে বিভাগে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। এর মধ্যে বেশ কয়েকজন অবসরে এবং শিক্ষা ছুটিতে গিয়েছেন। ফলে বর্তমান কর্মরত শিক্ষকের সংখ্যা ১৭ জন। এই সংখ্যক শিক্ষক দিয়ে পাঠদান সম্ভব নয় বলেই নতুন করে চাহিদার কথা জানানো হয়।’
কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘বিভাগটিতে এখন দুইটি পক্ষ আছে। আমার জন্য এখানে বিষয়টিতে পক্ষ-বিপক্ষ নেওয়া খুব কঠিন। আর বিভাগের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে ডিনের কোনো ভূমিকা থাকে না। যেহেতু বিষয়টি প্রশাসনিক, প্রশাসন বিষয়টি দেখবে।’
সম্প্রতি তিনটি বিজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন শিক্ষক ও ১০ জন কর্মকর্তা নিয়োগের খবর প্রকাশিত হয়। এর একটি বিজ্ঞাপন ১১ ফেব্রুয়ারি ২০২১ প্রকাশ হয়। যেখানে দর্শন বিভাগে অস্থায়ী ভিত্তিতে ৬ জন প্রভাষকসহ মোট ২৬ জন শিক্ষক নিয়োগের আবেদন আহ্বান করা হয়।
এর আগে, মহামারির মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়েছেন দর্শন বিভাগের আট শিক্ষক।
গতকাল বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর এক স্মারকলিপিতে এ কথা উল্লেখ করেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ১ বছর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার পরিস্থিতিতে ৬ জন শিক্ষক নিয়োগ কেবল অপ্রয়োজনীয় নয় দুরভিসন্ধিমূলক। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়েই অনলাইনে এ পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেয়নি, এর মাধ্যমে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। এ ছাড়া অনলাইন কানেকশন সমস্যার কারণে কোনো যোগ্য প্রার্থী অবমূল্যায়নের শিকার হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
বিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি হচ্ছে। প্রযুক্তির প্রভাব মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজ করছে অন্যদিকে এটি শিক্ষার ধরন, পদ্ধতি ও কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
১৩ মিনিট আগেযুক্তরাজ্যে জন্ম ও কানাডায় বেড়ে ওঠা ম্যালকম গ্ল্যাডওয়েল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও বক্তা। তাঁর অন্যতম বই হলো আউটলায়ার্স। বইটি বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়ে মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
১৭ মিনিট আগেবিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তক বা শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত নয়। এটি ব্যক্তিত্ব গঠনের, দক্ষতা বিকাশের এবং ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার এক বিশাল ক্ষেত্র। এই সময় ক্লাব কার্যক্রমে যুক্ত হওয়া শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উল্লেখযো
২০ মিনিট আগেবিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য পছন্দের গন্তব্য নেদারল্যান্ডস। ইউরোপের দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির ব্যবস্থা রয়েছে। তার মধ্যে একটি হলো ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির বৃত্তি।
২৪ মিনিট আগে