আগামী ২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৬: ০৫

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সশরীরে ক্লাসের কার্যক্রম শুরু হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। ন্যূনতম এক ডোজ ভ্যাকসিন গ্রহণকারী শিক্ষার্থীরা হলে উঠেছেন। 

এ বিষয়ে প্রক্টর বলেন, আগামী ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাসের কার্যক্রম শুরু হরা হবে। শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হতে হবে। 

শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালার প্রসঙ্গে প্রক্টর বলেন, হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে ক্লাস কার্যক্রমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত