Ajker Patrika

চবির আরবি বিভাগের তিন শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

চবি প্রতিনিধি
চবির আরবি বিভাগের তিন শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের তিনজন সহকারী অধ্যাপক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁরা একই বিভাগের তিনজন শিক্ষকের অধীনে তাঁদের গবেষণা কাজ সম্পাদন করেন। 

বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম সিন্ডিকেটে তাঁদের এ ডিগ্রি অনুমোদিত হয়। তিন সহকারী অধ্যাপক হলেন, মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, মুহাম্মদ জুনাইদুল ইসলাম ও মুফতি হুমায়ুন কবির। 

মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী 'আব্দুর রহমান পাশা ও তাঁর সাহিত্যভাবনা' শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং গ্রামের মাওলানা ছলিম উল্লাহর পুত্র। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধ ও অনূদিত গ্রন্থের সংখ্যা ১৭ টি।

মুহাম্মদ জুনাইদুল ইসলাম 'ইবনুর রুমীর জীবনী ও আরবি কাব্যে তার দৃষ্টিভঙ্গি' শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাইরং গ্রামের মাওলানা মোজাফ্ফর আহমদ ও চেমন আরা বেগমের পুত্র। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

মুফতি হুমায়ুন কবির 'ইসলামি শরীয়ার আলোকে আধুনিক লেনদেন' শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কক্সবাজারের নবগঠিত ইদগাহ উপজেলার মধ্যম পোকখালীর মৌলভি শফিউল ইসলাম ও মর্জিয়া বেগমের দ্বিতীয় পুত্র। এই পর্যন্ত তাঁর ১৪টি অনুবাদ ও বই প্রকাশিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত