বিজ্ঞানী, লেখক ও সাংবাদিকদের জন্য সুবর্ণ সুযোগ

সাব্বির হোসেন
Thumbnail image

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রেডক্লিফ ইনস্টিটিউট বিভিন্ন পেশাজীবী ও তরুণ গবেষকদের দক্ষতা বিকাশের জন্য ফেলোশিপের সুযোগ দিচ্ছে। এ ফেলোশিপের মাধ্যমে বিজ্ঞানী, লেখক, সাংবাদিক ও অন্য ক্ষেত্রের পেশাজীবীরা তাঁদের কাজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজের অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগ পাবেন। দেশের প্রার্থীরাও এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এই ফেলোশিপের মাধ্যমে পেশাজীবীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের সুযোগ-সুবিধা ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা তাদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। 

ফেলোশিপের সুবিধা
৯ মাসব্যাপী এ ফেলোশিপে প্রার্থীদের প্রায় ৯২ লাখ টাকা দেওয়া হবে। এ অর্থের সঙ্গে মাসিক স্টাইপেন্ড, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। হার্ভার্ড রেডক্লিফে এই ফেলোশিপে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও প্রেজেন্টেশনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া
বাংলাদেশের বিজ্ঞানী, লেখক, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন বিষয়ে কাজ করা পেশাজীবীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই তাদের কাজের নমুনা জমা দিতে হবে। শিল্পী হিসেবে আবেদন করলে কাজের ভিডিও এবং চিত্রশিল্পী হলে কাজের চিত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজন হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের তিনজনের সুপারিশপত্র। আগ্রহী প্রার্থীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জে-১ ভিসা দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি
ফেলোশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত তথ্যের জন্য Harvard Radcliffe Fellowship 2024-25-এর ওয়েবসাইট এ গিয়ে নিজের ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি আইডি তৈরি করতে হবে। এরপর অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের প্রক্রিয়া-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে চাইলে ই-মেইল:[email protected] যোগাযোগ করা যাবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: শিল্পী ও সাংবাদিকদের জন্য ১২ সেপ্টেম্বর এবং বৈজ্ঞানিক, গণিত ও ইঞ্জিনিয়ারিংদের জন্য ৩ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত