বিদেশে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের সিজিআই স্কলারশিপ

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৯: ০৮
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯: ৫৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৪ শিক্ষাবর্ষে স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের চুলাভর্ন গ্র‍্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই)। কেবল পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে পারবেন।

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই) হলো একটি বহু বিষয়ভিত্তিক স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান। প্রফেসর ড. চুলাভর্ন ক্রম ফ্রা শ্রীসাভাঙ্গবধনের উদ্যোগে ২০০৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। 

বৃত্তির সংখ্যা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫টি স্কলারশিপ দেওয়া হবে।
স্কলারশিপের আওতায় থাকা 

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে
  • ভিসা ফি।
  • এ ছাড়া অন্যান্য শিক্ষাব্যয়ের মধ্যে রয়েছে ক্রেডিট ফি, ল্যাবরেটরি ব্যয়, রিফ্রেশার কোর্স ফি, এনরোলমেন্ট ফি, থিসিস ফি, প্রোডাকশন অব থিসিস ডকুমেন্ট।
  • রাউন্ড ট্রিপ বিমানের টিকিট দেওয়া হবে।
  • বাসস্থানের সুবিধা।
  • প্রথম বন্দোবস্ত (ফার্স্ট সেটেলমেন্ট) ভাতা।
  • স্থানান্তর ভাতা।
  • মাসিক স্টাইপেন্ড।
  • বইপত্র কেনার জন্য ভাতা।
  • স্বাস্থ্যবিমা। 

আবেদনের যোগ্যতা

  • প্রার্থীকে বিজ্ঞান শাখার ক্ষেত্রে রসায়ন, জীববিজ্ঞান, বায়োলজিক্যাল সায়েন্স, মলিকিউলার বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
  • মেডিকেল সায়েন্স শাখার ক্ষেত্রে প্রার্থীকে মেডিসিন, মেডিসিন টেকনোলজি ও ফার্মেসি শাখায় ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
  • প্রার্থীর স্নাতক পর্যায়ে জিপিসি কমপক্ষে ২.৭৫ থাকতে হবে।
  • প্রার্থীর সায়েন্স ল্যাবরেটরি রিসার্চে অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, বিশেষ করে ভাষার দক্ষতার দুটি স্বীকৃত পরীক্ষার মধ্যে একটিতে, অর্থাৎ টোয়েফল বা আইইএলটিএসে।
  • প্রার্থীকে অবশ্যই তাঁর উদ্দেশ্যের বিষয়ে একটি বিবৃতি লিখতে হবে এবং সেখানে অধ্যয়নে তাঁদের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে হবে।
  • আবেদন করার সময় প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

যেসব বিষয়ে পড়া যাবে

  • অ্যাপ্লাইড বায়োলজিক্যাল সায়েন্সেসের এনভায়রনমেন্টাল হেলথ।
  • এনভায়রনমেন্টাল টক্সিকোলজি এবং
  • কেমিক্যাল সায়েন্সেস।

বিস্তারিত

স্কলারশিপের সময়কাল
দুই বছরের মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে থাকবে ৬ সপ্তাহের রিফ্রেশার কোর্স।  

প্রয়োজনীয় কাগজপত্র:

  • সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • তিনটি প্রশংসাপত্র।
  • অধ্যয়নের আগ্রহ ব্যাখ্যা করে বিবৃতি।
  • মেডিকেল রিপোর্ট।
  • অন্যান্য দক্ষতা ও অভিজ্ঞতার সনদ।

আবেদনের প্রক্রিয়া
প্রার্থীকে চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান করা ফাইল ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। প্রার্থীদের এই [email protected] ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: সিজিআই পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৩। 

আবেদন ফরম: সিজিআই স্কলারশিপের আবেদন ফরম এবং মেডিকেল রিপোর্ট এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন একই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে। এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সূত্র: বিজ্ঞপ্তি

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত