আরব আমিরাতে অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮: ৫১
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০: ০০
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতে এমবিজেডইউএআই স্নাতকোত্তর বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির মুহম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

মুহম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেশটির একটি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাভিত্তিক কাজ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা: এমবিজেডইউএআই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের শতভাগ টিউশন ফি দেওয়া হবে। থাকছে মাসিক উপবৃত্তি, বিনা মূল্যে থাকার ব্যবস্থা। এ ছাড়া সব শিক্ষার্থীদের বিশ্বমানের শ্রেণি পাঠদানের ব্যবস্থা থাকছে।

অধ্যয়নের বিষয়সমূহ: মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন (সিভি) ও প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ ইত্যাদি।

আবেদনের যোগ্যতা: যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা সমমানের স্নাতক থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ৩.২ থাকতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকে গিয়ে বৃত্তিটি আরও বিস্তারিত দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৫।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত