৬৪ জেলার ৬৪ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে আইইউবিএটি

ফিচার ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭: ৪৮
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮: ৩৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

উত্তরা মডেল টাউনের সবুজ পরিবেশে অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) দেশের জেলাগুলো থেকে মেধাবী ও অসচ্ছল একজন করে ৬৪ শিক্ষার্থীকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপ দেওয়া হবে আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত ‘ফাউন্ডার মিয়ান’ থেকে।

স্কলারশিপটি ২০২৫ সালের স্প্রিং সেমিস্টারে দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এবং আর্থিকভাবে অসচ্ছল, তাঁরাই আবেদনের সুযোগ পাবেন। এই সুযোগ পেতে শিক্ষার্থীদের ৮ জানুয়ারি ২০২৫-এর মধ্যে আইইউবিএটির ওয়েবসাইট থেকে ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর ১০ জানুয়ারি অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি জেলা থেকে পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী পাবেন এই ফুল ফ্রি স্কলারশিপ।

স্কলারশিপের বিস্তারিত তথ্য উত্তরা আইইউবিএটি ক্যাম্পাসে সরাসরি যোগাযোগের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে ০১৮১০০৩০০৪১-৯ নাম্বারে ফোন করেও।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, অ্যাগ্রিকালচার, ইংরেজি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও নার্সিং বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমপিএইচসহ অন্যান্য প্রোগ্রামেও ভর্তি হওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ

এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত