নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আর ৮৪ দিনক্লাস করিয়ে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। আজ বুধবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দীপু মনি বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পরিপূর্ণ অনিশ্চিত নয়। আশা করছি এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে পারব, পরীক্ষা হবে ইনশাল্লাহ। আশা করছি খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে তাদের ক্লাস করাতে পারব।
মন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলার পর ২০২১ ও ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করাতে চেষ্টা করব। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস দেওয়ার সুযোগ কম, দেওয়া ঠিকও হবে না। এবার সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে। এ জন্য এসএসসি পরীক্ষার জন্য ১৫০ দিন এবং এইচএসসি পরীক্ষার জন্য ১৮০ দিন ক্লাস করানোর জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হয়েছে। এসব শিক্ষার্থীদের আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম যুক্ত ছিলেন।
ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আর ৮৪ দিনক্লাস করিয়ে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। আজ বুধবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দীপু মনি বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পরিপূর্ণ অনিশ্চিত নয়। আশা করছি এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে পারব, পরীক্ষা হবে ইনশাল্লাহ। আশা করছি খুব দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে তাদের ক্লাস করাতে পারব।
মন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলার পর ২০২১ ও ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করাতে চেষ্টা করব। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস দেওয়ার সুযোগ কম, দেওয়া ঠিকও হবে না। এবার সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে। এ জন্য এসএসসি পরীক্ষার জন্য ১৫০ দিন এবং এইচএসসি পরীক্ষার জন্য ১৮০ দিন ক্লাস করানোর জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হয়েছে। এসব শিক্ষার্থীদের আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম যুক্ত ছিলেন।
প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
৫ ঘণ্টা আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
৫ ঘণ্টা আগেইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন
১২ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে আগামী ৭ ডিসেম্বর (শনিবার) ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই আয়োজন হবে
১৬ ঘণ্টা আগে