Ajker Patrika

‘বুকপিয়নের অপেক্ষায়’ খুলনা বিশ্ববিদ্যালয়

খুবি প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৪
‘বুকপিয়নের অপেক্ষায়’ খুলনা বিশ্ববিদ্যালয়

ছাত্রজীবন ও বই—একটি অন্যটির পরিপূরক। ব্যাপক অর্থে মানুষ সারা জীবন ধরেই শিখতে থাকে। তাই বই হলো শেখার প্রধান হাতিয়ার। একটি অন্যটির সমার্থকও বটে। বর্ণ পরিচয় থেকেই যে পড়া, শেষ হয় একদম শেষ বয়সে।   

বইপ্রেমীদের জন্য করোনার থাবায় যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে বুক রিভিউ প্রতিযোগিতা। ‘গ্রন্থেই শক্তি, গ্রন্থেই মুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজন করতে যাচ্ছে ‘বুকপিয়নের অপেক্ষায়’। এই বুক রিভিউ প্রতিযোগিতায় দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। 

সংগঠন সূত্রে জানা যায়, দুটি বিভাগে প্রতিযোগিতা হবে। ক বিভাগে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং খ বিভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতি বিভাগে শ্রেষ্ঠ দুজনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় বই ও সার্টিফিকেট। 

প্রতিযোগিতায় নির্ধারিত পাঁচটি বইয়ের মধ্যে রয়েছে—তিতাস একটি নদীর নাম (অদ্বৈত মল্লবর্মন), হাঙর নদী গ্রেনেড (সেলিনা হোসেন), জলে ডাঙায় (সৈয়দ মুজতবা আলী), কবি (তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) ও চিলেকোঠার সেপাই (আখতারুজ্জামান ইলিয়াস)। 

এই নির্ধারিত বইগুলোর মধ্য থেকেই রিভিউ লিখে Rotaract Club of Khulna University-অফিশিয়াল গ্রুপে পোস্ট করতে হবে। পোস্টের শুরুতে নিজের নাম, অনুষদ, বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। রিভিউ অবশ্যই ১ হাজার ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে।

সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, মূলত শিক্ষার্থীদের বইমুখী করতে আমাদের এই প্রতিযোগিতার আয়োজন। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা বই পড়ার প্রতি আরও আগ্রহী হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত