নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীনতার ৫০ বছরের দীর্ঘ এ সময়ে দেশের অর্জন যেমন রয়েছে, তেমনি সমস্যাও রয়েছে অনেক। বিজয়ের মাসে এমন পাওয়া-না পাওয়ার গল্প নিয়েই আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হলো পালানাটক ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ইংলিশ ক্লাব মডারেটর আশিক ইশতিয়াকের রচনা ও পরিচালনায় মঞ্চস্থ এ নাটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অভিনয় করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, স্বাধীনতা যেকোনো জাতির জন্য গৌরবের, অহংকারের। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ৫০ বছর পর আমাদের অর্জন অনেক। মানুষের গড় আয়, আয়ু ও শিক্ষিতের হার বেড়েছে। শুধু তা-ই নয়, উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রাথমিক যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশ। এসব অর্জনকে আরও অর্থবহ করে তুলতে ঘাটতি থাকা জায়গাগুলোয় নজর দিতে হবে। তবেই প্রাপ্তির ঝুলি আরও সমৃদ্ধ হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, বাঙালি জাতির শীর্ষ অর্জন হলো স্বাধীনতা। শহীদদের স্বপ্নের এই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
নাট্যনির্মাতা ও নির্দেশক আশিক ইশতিয়াক বলেন, পালানাটকটিতে বাংলার অতিপ্রাচীন, প্রাচীন ও সমকালীন বিষয়গুলো কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরে হয়েছে। এখানে যেমন অর্জনের গল্প রয়েছে, তেমনি হতাশা ও শঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।
ইংলিশ ক্লাব এর আগে উইলিয়াম শেক্সপিয়ারের পাঁচটি নাটক মঞ্চস্থ করলেও গ্রামবাংলার ধাঁচে মঞ্চস্থ করা নাটক এটাই প্রথম। এর আগে নাটকটি কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় নাট্যশালা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়বার মঞ্চস্থ করা হয়।
স্বাধীনতার ৫০ বছরের দীর্ঘ এ সময়ে দেশের অর্জন যেমন রয়েছে, তেমনি সমস্যাও রয়েছে অনেক। বিজয়ের মাসে এমন পাওয়া-না পাওয়ার গল্প নিয়েই আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হলো পালানাটক ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ইংলিশ ক্লাব মডারেটর আশিক ইশতিয়াকের রচনা ও পরিচালনায় মঞ্চস্থ এ নাটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অভিনয় করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, স্বাধীনতা যেকোনো জাতির জন্য গৌরবের, অহংকারের। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ৫০ বছর পর আমাদের অর্জন অনেক। মানুষের গড় আয়, আয়ু ও শিক্ষিতের হার বেড়েছে। শুধু তা-ই নয়, উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রাথমিক যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশ। এসব অর্জনকে আরও অর্থবহ করে তুলতে ঘাটতি থাকা জায়গাগুলোয় নজর দিতে হবে। তবেই প্রাপ্তির ঝুলি আরও সমৃদ্ধ হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, বাঙালি জাতির শীর্ষ অর্জন হলো স্বাধীনতা। শহীদদের স্বপ্নের এই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
নাট্যনির্মাতা ও নির্দেশক আশিক ইশতিয়াক বলেন, পালানাটকটিতে বাংলার অতিপ্রাচীন, প্রাচীন ও সমকালীন বিষয়গুলো কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরে হয়েছে। এখানে যেমন অর্জনের গল্প রয়েছে, তেমনি হতাশা ও শঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।
ইংলিশ ক্লাব এর আগে উইলিয়াম শেক্সপিয়ারের পাঁচটি নাটক মঞ্চস্থ করলেও গ্রামবাংলার ধাঁচে মঞ্চস্থ করা নাটক এটাই প্রথম। এর আগে নাটকটি কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় নাট্যশালা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়বার মঞ্চস্থ করা হয়।
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে নতুন প্রায় ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোয় মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা, পঞ্চম শ্রেণিতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি হচ্ছে। প্রযুক্তির প্রভাব মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজ করছে অন্যদিকে এটি শিক্ষার ধরন, পদ্ধতি ও কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যে জন্ম ও কানাডায় বেড়ে ওঠা ম্যালকম গ্ল্যাডওয়েল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও বক্তা। তাঁর অন্যতম বই হলো আউটলায়ার্স। বইটি বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়ে মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তক বা শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত নয়। এটি ব্যক্তিত্ব গঠনের, দক্ষতা বিকাশের এবং ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার এক বিশাল ক্ষেত্র। এই সময় ক্লাব কার্যক্রমে যুক্ত হওয়া শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উল্লেখযো
৩ ঘণ্টা আগে