Ajker Patrika

খুবিতে গুচ্ছ পদ্ধতিতে স্নাতকের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু মঙ্গলবার

খুবি প্রতিনিধি
খুবিতে গুচ্ছ পদ্ধতিতে স্নাতকের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু মঙ্গলবার

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতকে (সম্মান) প্রথম থেকে ষষ্ঠ মেধা তালিকায় প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। 

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তিতে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল ও শিক্ষা স্কুলের জন্য ১৩ হাজার ১৩০ টাকা; ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল ও চারুকলা স্কুলের জন্য ১২ হাজার ১৩০ টাকা; বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের জন্য ১৬ হাজার ১৩০ টাকা এবং জীববিজ্ঞান স্কুলের জন্য ১৭ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে প্রাথমিকভাবে ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত ৫ হাজার টাকা সমন্বয় করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে সপ্তমবার ভর্তির জন্য যে সকল উত্তীর্ণ ও কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী সোমবার এবং অষ্টমবারের শিক্ষার্থীদের আগামী শুক্রবার ডাকা হবে। তাঁরা সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত