অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের তালিকায় টানা চতুর্থবারের মতো একই অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। স্থানীয় সময় ৮ জুন প্রকাশিত এ তালিকায় দেখা গেছে এ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ৮০১ থেকে ১০০০ তম অবস্থানে রয়েছে।
এ তালিকায় বাংলাদেশ থেকে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে ১১০১ থেকে ১২০০–এর মধ্যে। গত বছর প্রথমবারের মতো এই র্যাংকিংয়ে স্থান করে নিয়েছিল এ দুটি বিশ্ববিদ্যালয়। চলতি বছরও তারা আগের অবস্থানেই রয়েছে। র্যাঙ্কিংয়ে উন্নতি নেই তাদেরও।
সম্প্রতি কিউএসের অফিশিয়াল ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩’ শিরোনামে বিশ্বসেরা ১ হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। এতে ১০০ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে কেমব্রিজ ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৮), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৫), অক্সফোর্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৪), হার্ভার্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৭.৬), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কোর ৯৭), ইমপেরিয়াল কলেজ লন্ডন (৯৭), ইউসিএল (স্কোর ৯৫), ইটিএইচ জুরিখ (স্কোর ৯৩.৬) ও ইউনিভার্সিটি অব শিকাগো (স্কোর ৯৩.২)।
বাংলাদেশ থেকে স্থান পাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের স্কোর উল্লেখ করা হয়নি কিউএসের সাম্প্রতিক তালিকায়।
বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিকভাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ এ তালিকা ২০১০ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এর আগে ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শিক্ষা সাময়িকী টাইম হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে কিউএস এ তালিকা প্রকাশ করত। পরে কিউএস আলাদা হয়ে যায়।
মোট ১০০ নম্বরের ভিত্তিতে ছয়টি সূচক মূল্যায়ন করে কিউএস এ তালিকা প্রকাশ করে থাকে। সূচকগুলোর মধ্যে একাডেমিক খ্যাতির জন্য ৪০, চাকরি বাজারে সুনামের জন্য ১০, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের জন্য ২০, শিক্ষকদের গবেষণার জন্য ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতের জন্য ৫ নম্বর বরাদ্দ রয়েছে।
এ তালিকায় টানা এগারো বারের মতো প্রথম স্থান দখলে রাখল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের তালিকায় টানা চতুর্থবারের মতো একই অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। স্থানীয় সময় ৮ জুন প্রকাশিত এ তালিকায় দেখা গেছে এ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ৮০১ থেকে ১০০০ তম অবস্থানে রয়েছে।
এ তালিকায় বাংলাদেশ থেকে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে ১১০১ থেকে ১২০০–এর মধ্যে। গত বছর প্রথমবারের মতো এই র্যাংকিংয়ে স্থান করে নিয়েছিল এ দুটি বিশ্ববিদ্যালয়। চলতি বছরও তারা আগের অবস্থানেই রয়েছে। র্যাঙ্কিংয়ে উন্নতি নেই তাদেরও।
সম্প্রতি কিউএসের অফিশিয়াল ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩’ শিরোনামে বিশ্বসেরা ১ হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। এতে ১০০ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে কেমব্রিজ ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৮), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৫), অক্সফোর্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৪), হার্ভার্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৭.৬), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কোর ৯৭), ইমপেরিয়াল কলেজ লন্ডন (৯৭), ইউসিএল (স্কোর ৯৫), ইটিএইচ জুরিখ (স্কোর ৯৩.৬) ও ইউনিভার্সিটি অব শিকাগো (স্কোর ৯৩.২)।
বাংলাদেশ থেকে স্থান পাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের স্কোর উল্লেখ করা হয়নি কিউএসের সাম্প্রতিক তালিকায়।
বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিকভাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ এ তালিকা ২০১০ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এর আগে ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শিক্ষা সাময়িকী টাইম হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে কিউএস এ তালিকা প্রকাশ করত। পরে কিউএস আলাদা হয়ে যায়।
মোট ১০০ নম্বরের ভিত্তিতে ছয়টি সূচক মূল্যায়ন করে কিউএস এ তালিকা প্রকাশ করে থাকে। সূচকগুলোর মধ্যে একাডেমিক খ্যাতির জন্য ৪০, চাকরি বাজারে সুনামের জন্য ১০, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের জন্য ২০, শিক্ষকদের গবেষণার জন্য ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতের জন্য ৫ নম্বর বরাদ্দ রয়েছে।
এ তালিকায় টানা এগারো বারের মতো প্রথম স্থান দখলে রাখল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
গাজীপুরের কালীগঞ্জে কলেজশিক্ষার্থীদের সঙ্গে পাঠকবন্ধুর সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ মহিলা ডি
৯ ঘণ্টা আগেব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজ ভার্স ২০২৪ ’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব।
১১ ঘণ্টা আগেঅতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
১২ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয়েছে ‘আইইউবিএটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫-২০২৬’ কমিটির হস্তান্তর অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে গত ২৩ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্ত
১২ ঘণ্টা আগে