জুবায়ের আহম্মেদ
বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তি নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। রাশিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তি নিয়ে বিস্তারিত জানিয়েছেন পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি, রাশিয়ার জেনারেল মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাফিউল ইসলাম।
বৃত্তি পরিচিতি
রাশিয়ান সরকার প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের মেধা এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ফুল রাইড বৃত্তি দিয়ে থাকে। বৃত্তির অর্থের জোগান দেয় রাশিয়া সরকার। সম্পূর্ণ টিউশন ফি ব্যতীত পড়াশোনার এ আকর্ষণীয় সুযোগ পেতে পারে বাংলাদেশি শিক্ষার্থীরাও। প্রতিবছর সাধারণত মার্চ-এপ্রিল মাসে আবেদন কার্যক্রম শুরু হয়। ক্লাস শুরু হয় সেপ্টেম্বর মাসে। এ বছর যদিও একটি সার্কুলারে ৩ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত আরেকটি সেশনে আবেদন কার্যক্রম চলছে।
আবেদনের তথ্য ও লিংক
এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে যোগাযোগ করতে হবে ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত রাশিয়ান অ্যাম্বাসির সহযোগী সংস্থা বা সাংস্কৃতিক বিভাগ, যা বর্তমানে ‘দ্য রাশিয়ান হাউস’ নামে পরিচিত। অবস্থান–৪২ ভাষাসৈনিক এম এ মতিন রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন- +৮৮০১৮১৭২৯৪৫৯৫। ওয়েবসাইট লিংক-https://
bgd.rs.gov.ru. অনলাইন আবেদনের লিংক-https:// education-in-russia.com. বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে।
আবেদনের জন্য যা যা লাগবে
১. একটি সাধারণ আবেদনপত্র জমা দিতে হবে যেখানে–
২. একটি গ্রহণযোগ্য পাসপোর্ট, যা রাশিয়া পৌঁছানোর পর কমপক্ষে ১৮ মাস পর্যন্ত মেয়াদ থাকবে।
৩. সব শিক্ষাগত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে।
পড়াশোনার খরচ
টিউশন ফি ব্যতীত সব খরচ নিজেকে বহন করতে হয়। উল্লেখ্য, যাতায়াত খরচ, অ্যাম্বাসি ফি, বিভিন্ন তথ্যের ট্রান্সলেশনসহ যাবতীয় ব্যয় নিজেকে বহন করতে হয়। তবে পূর্ণ কার্যক্রম শুরু হওয়ার পর শিক্ষার্থীরা প্রতি মাসে থাকা-খাওয়া বাবদ সরকার থেকে কিছু অর্থ স্টাইপেন্ড হিসেবে পেয়ে থাকে।
লেখাপড়ার মাধ্যম
গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে গেলে রাশিয়ান ভাষায় পড়াশোনা করতে হয়। এ ক্ষেত্রে ১ বছর মেয়াদি ফাউন্ডেশন কোর্সের পর পছন্দমতো বিষয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের পড়াশোনার সম্পূর্ণ খরচ নিজেকে বহন করতে হবে। তবে এ ক্ষেত্রে বলা বাহুল্য যে, বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিবছর স্কলারশিপের আয়োজন করে, যার জোগান দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে। কেউ স্কলারশিপ পেলে বিশ্ববিদ্যালয় তার টিউশন ফি থেকে কিছু অংশ মওকুফ করে। রাশিয়ান ও ইংরেজি ছাড়াও কোনো কোনো ইউনিভার্সিটিতে স্প্যানিশ, চাইনিজ, আরবিসহ অন্যান্য কিছু ভাষায় পড়াশোনার সুযোগ রয়েছে।
যেসব বিষয়ে পড়া যাবে
রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলো গবেষণামূলক কার্যক্রমের পাশাপাশি লিবারেল আর্টস পাঠ্যক্রম অনুসরণ করে, যেখানে একজন শিক্ষার্থীর নিজের পছন্দমতো বিষয় নেওয়ার স্বাধীনতা থাকে। নিজের পছন্দমতো বিষয় নির্বাচন করার জন্য এক বছর পর্যন্ত সময় দেওয়া হয়। প্রথম বছর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে রাশিয়ান ভাষাসহ উচ্চমাধ্যমিকের বেসিক বিষয়গুলো অধ্যয়ন করে। কৃতকার্য হওয়ার পর যে যার পছন্দের বিষয়ে অধ্যয়ন শুরু করতে পারে। এখানে বিজ্ঞান, মানবিক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় পড়াশোনা করার সুযোগ রয়েছে। এ ছাড়া রয়েছে কোর কারিকুলাম, যেখানে একজন শিক্ষার্থীকে নিজের বিষয়ের বাইরেও সব দিকে পারদর্শী হিসেবে গড়ে তোলে।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তি নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। রাশিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তি নিয়ে বিস্তারিত জানিয়েছেন পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি, রাশিয়ার জেনারেল মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাফিউল ইসলাম।
বৃত্তি পরিচিতি
রাশিয়ান সরকার প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের মেধা এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ফুল রাইড বৃত্তি দিয়ে থাকে। বৃত্তির অর্থের জোগান দেয় রাশিয়া সরকার। সম্পূর্ণ টিউশন ফি ব্যতীত পড়াশোনার এ আকর্ষণীয় সুযোগ পেতে পারে বাংলাদেশি শিক্ষার্থীরাও। প্রতিবছর সাধারণত মার্চ-এপ্রিল মাসে আবেদন কার্যক্রম শুরু হয়। ক্লাস শুরু হয় সেপ্টেম্বর মাসে। এ বছর যদিও একটি সার্কুলারে ৩ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত আরেকটি সেশনে আবেদন কার্যক্রম চলছে।
আবেদনের তথ্য ও লিংক
এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে যোগাযোগ করতে হবে ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত রাশিয়ান অ্যাম্বাসির সহযোগী সংস্থা বা সাংস্কৃতিক বিভাগ, যা বর্তমানে ‘দ্য রাশিয়ান হাউস’ নামে পরিচিত। অবস্থান–৪২ ভাষাসৈনিক এম এ মতিন রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন- +৮৮০১৮১৭২৯৪৫৯৫। ওয়েবসাইট লিংক-https://
bgd.rs.gov.ru. অনলাইন আবেদনের লিংক-https:// education-in-russia.com. বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে।
আবেদনের জন্য যা যা লাগবে
১. একটি সাধারণ আবেদনপত্র জমা দিতে হবে যেখানে–
২. একটি গ্রহণযোগ্য পাসপোর্ট, যা রাশিয়া পৌঁছানোর পর কমপক্ষে ১৮ মাস পর্যন্ত মেয়াদ থাকবে।
৩. সব শিক্ষাগত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে।
পড়াশোনার খরচ
টিউশন ফি ব্যতীত সব খরচ নিজেকে বহন করতে হয়। উল্লেখ্য, যাতায়াত খরচ, অ্যাম্বাসি ফি, বিভিন্ন তথ্যের ট্রান্সলেশনসহ যাবতীয় ব্যয় নিজেকে বহন করতে হয়। তবে পূর্ণ কার্যক্রম শুরু হওয়ার পর শিক্ষার্থীরা প্রতি মাসে থাকা-খাওয়া বাবদ সরকার থেকে কিছু অর্থ স্টাইপেন্ড হিসেবে পেয়ে থাকে।
লেখাপড়ার মাধ্যম
গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে গেলে রাশিয়ান ভাষায় পড়াশোনা করতে হয়। এ ক্ষেত্রে ১ বছর মেয়াদি ফাউন্ডেশন কোর্সের পর পছন্দমতো বিষয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের পড়াশোনার সম্পূর্ণ খরচ নিজেকে বহন করতে হবে। তবে এ ক্ষেত্রে বলা বাহুল্য যে, বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিবছর স্কলারশিপের আয়োজন করে, যার জোগান দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে। কেউ স্কলারশিপ পেলে বিশ্ববিদ্যালয় তার টিউশন ফি থেকে কিছু অংশ মওকুফ করে। রাশিয়ান ও ইংরেজি ছাড়াও কোনো কোনো ইউনিভার্সিটিতে স্প্যানিশ, চাইনিজ, আরবিসহ অন্যান্য কিছু ভাষায় পড়াশোনার সুযোগ রয়েছে।
যেসব বিষয়ে পড়া যাবে
রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলো গবেষণামূলক কার্যক্রমের পাশাপাশি লিবারেল আর্টস পাঠ্যক্রম অনুসরণ করে, যেখানে একজন শিক্ষার্থীর নিজের পছন্দমতো বিষয় নেওয়ার স্বাধীনতা থাকে। নিজের পছন্দমতো বিষয় নির্বাচন করার জন্য এক বছর পর্যন্ত সময় দেওয়া হয়। প্রথম বছর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে রাশিয়ান ভাষাসহ উচ্চমাধ্যমিকের বেসিক বিষয়গুলো অধ্যয়ন করে। কৃতকার্য হওয়ার পর যে যার পছন্দের বিষয়ে অধ্যয়ন শুরু করতে পারে। এখানে বিজ্ঞান, মানবিক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় পড়াশোনা করার সুযোগ রয়েছে। এ ছাড়া রয়েছে কোর কারিকুলাম, যেখানে একজন শিক্ষার্থীকে নিজের বিষয়ের বাইরেও সব দিকে পারদর্শী হিসেবে গড়ে তোলে।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার) হলো এমন একটি নথি, যা আবেদনকারী শিক্ষার্থীর যোগ্যতা, দক্ষতা ও গুণাবলির স্বীকৃতি প্রদান করে। এটি সাধারণত প্রার্থীর শিক্ষক, সুপারভাইজার বা মেন্টর লিখে থাকেন।
৮ ঘণ্টা আগেগাজীপুরের কালীগঞ্জে কলেজশিক্ষার্থীদের সঙ্গে পাঠকবন্ধুর সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ মহিলা ডি
১৮ ঘণ্টা আগেব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজ ভার্স ২০২৪ ’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব।
২০ ঘণ্টা আগেঅতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
২১ ঘণ্টা আগে