তুরস্কে বুর্সলারি বৃত্তি

শিক্ষা ডেস্ক
Thumbnail image
প্রতীকী ছবি

তুরস্কে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তুর্কিয়ে বুর্সলারি বৃত্তির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির সরকারের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। তুর্কি বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ প্রোগ্রাম দেশটির ভাষায় করানো হয়। তবে কিছু বিভাগ ইংরেজি বা অন্যান্য ভাষায়ও প্রোগ্রাম অফার করে থাকে।

সুযোগ-সুবিধা

তুর্কিয়ে বুর্সলারি বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত একটি বৃত্তি। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সব ধরনের খরচ কভার করা হয়। উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকছে ৮০০ তুর্কি লিরা, স্নাতকোত্তরের জন্য ১ হাজার ১০০ তুর্কি লিরা ও পিএইচডির জন্য থাকছে ১ হাজার ৬০০ তুর্কি লিরা। এ ছাড়া থাকছে স্বাস্থ্য বিমার সুবিধা, একবার রিটার্ন ফ্লাইট টিকিট এবং বাসস্থানের ব্যবস্থা।

বৃত্তির মেয়াদ

স্নাতক পর্যায়ে ১ বছর মেয়াদি তুর্কি ভাষা কোর্সসহ ৪-৬ বছর, মাস্টার্সে ১ বছর মেয়াদি তুর্কি ভাষা কোর্সসহ ২ বছর এবং পিএইচডি ডিগ্রিতে ১ বছর মেয়াদি তুর্কি ভাষা কোর্সসহ ৪ বছর।

পাঠদানের বিষয়সমূহ

তুরস্ক বুর্সলারি কোর্সগুলো হলো অ্যাকাউন্টিং, কৃষি অর্থনীতি, কৃষি, শিল্প ইতিহাস, প্রত্নতত্ত্ব, স্থাপত্য, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, ব্যবসা ও ব্যবস্থাপনা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং, সাধারণ আইন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি ইত্যাদি।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

বৈধ জাতীয় শনাক্তকরণ নথি বা বৈধ পাসপোর্ট, একটি সাম্প্রতিক ছবি, জাতীয় পরীক্ষার স্কোর, ডিপ্লোমা বা স্নাতকের অস্থায়ী প্রশংসাপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আন্তর্জাতিক পরীক্ষার স্কোর, ভাষা পরীক্ষার স্কোর, গবেষণা প্রস্তাব এবং লিখিত কাজের উদাহরণ।

আবেদনের যোগ্যতা

স্নাতকে আবেদনকারী প্রার্থীদের বয়স অবশ্যই ২১ বছরের কম হতে হবে। পূর্ববর্তী ডিগ্রিতে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। স্নাতকোত্তরের প্রার্থীদের ৩০ বছরের কম। ন্যূনতম একাডেমিকে ৭৫ শতাংশ নম্বর পেতে হতে হবে। পিএইচডি ডিগ্রির জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে। এ ছাড়া স্নাতকোত্তরে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা দেশটির সরকারের এ বৃত্তির জন্য এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত