Ajker Patrika

সাত কলেজের ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫: ১৬
সাত কলেজের ভর্তি আবেদন শুরু

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (১০ জুলাই) থেকে শুরু হয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদনের প্রক্রিয়া চলবে। 

ভর্তিচ্ছুরা সাত কলেজের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে  গিয়ে  আবেদন করতে পারবেন। 

ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালি সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে ভর্তিচ্ছুরা এই ফি জমা দিতে পারবেন। 

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী অক্টোবরে সশরীরে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। আগামী ১ অক্টোবর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মাকসুদ কামাল। 

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। 

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত