Ajker Patrika

গাণিতিক অধ্যায়ের ওপর জোর দিতে হবে

মো. মাজেদুল হক খান
গাণিতিক অধ্যায়ের ওপর জোর দিতে হবে

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২০২১ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে মোট ৬টি অধ্যায়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় দুটি অংশ থেকে ১১টি সৃজনশীল প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনি পরীক্ষায় ৩০টি প্রশ্ন থেকে যেকোনো ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনির জন্য ১৫ মিনিট ও সৃজনশীল অংশের জন্য থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট। 

বহুনির্বাচনি অংশে ভালো নম্বর পেতে অধ্যায়ভিত্তিক মৌলিক বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন খ্যাতনামা স্কুলের বিগত বছরের প্রশ্ন ও বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্ন সমাধান করলে ভালো ফল অর্জন করা সম্ভব। বহুনির্বাচনি অংশে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে সময় কম প্রয়োজন হবে। তারপর অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে হবে।

সৃজনশীল অংশে ভালো করতে গাণিতিক অধ্যায়ের ওপর জোর দিতে হবে। অর্থাৎ, অর্থের সময়মূল্য, পুঁজি ও অনিশ্চয়তা এবং মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন অধ্যায় থেকে উত্তর দেওয়াটা সমীচীন হবে।

সৃজনশীল ‘ক’ ও ‘খ’ প্রশ্নের উত্তরে প্রশ্নে যতটুকু চাওয়া হয়েছে, তাই লেখা উচিত। ‘খ’ প্রশ্নের উত্তর ৬টি বাক্যে লিখতে পারলে ভালো। ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের উত্তর উদ্দীপক অনুযায়ী লিখতে হবে। ‘গ’-এর প্রথম প্যারায় জ্ঞান অংশ চিহ্নিতকরণ, দ্বিতীয় প্যারায় জ্ঞান অংশের ব্যাখ্যাকরণ এবং তৃতীয় প্যারায় উদ্দীপক হাইলাইট করে প্রয়োগমূলক অংশে কারণ উপস্থাপন করতে হবে।

‘ঘ’ প্রশ্নের উত্তরে একই উপায়ে জ্ঞানমূলক অংশ চিহ্নিতকরণ, তারপর ব্যাখ্যা। উদ্দীপক অনুযায়ী যুক্তিতর্ক বিচার-বিশ্লেষণ ও মতামত তুলে ধরতে হবে।  
এ বিষয়ে ভালো করার জন্য অবশ্যই ফিন্যান্স অংশে গাণিতিক বিষয়গুলোর ওপর জোর দিতে হবে। এ জন্য বিভিন্ন গাণিতিক সূত্র ভালো করে আত্মস্থ করতে হবে।

অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক:
ফিন্যান্স পার্ট:
অধ্যায়-১: (সৃজনশীল প্রশ্নের জন্য) অর্থায়নের প্রকারভেদ, বিশেষ করে ব্যবসায় অর্থায়ন, সরকারি অর্থায়ন ও আন্তর্জাতিক অর্থায়ন, অর্থায়নের নীতিমালা ও অর্থায়নের কার্যাবলি ভালোভাবে অধ্যয়ন করতে হবে। আর বহুনির্বাচনি প্রশ্নের জন্য অর্থায়নের ক্রমবিকাশ বিশেষ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে।

অধ্যায়-৩: অর্থের সময়মূল্য: 
অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়, প্রকৃত সুদের হার নির্ণয়, সুযোগ ব্যয়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ ইত্যাদি।

অধ্যায়-৪: ঝুঁকি ও অনিশ্চয়তা: অঙ্কের ক্ষেত্রে গড় আয়ের হার নির্ণয়, আদর্শ বিচ্যুতি নির্ণয়, ব্যবধানের বর্গের গড় ও সমষ্টি নির্ণয়। তাত্ত্বিকের জন্য ঝুঁকি ও অনিশ্চয়তা, ঝুঁকির প্রকারভেদসমূহ ভালোভাবে অধ্যয়ন করতে হবে।
অধ্যায়-৫: মূলধন বাজেটিং: গণিতের ক্ষেত্রে পে-ব্যাক সময় নির্ণয়, গড় আয়ের হার নির্ণয় এবং নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। তাত্ত্বিকে বাট্টা হার, মূলধন বাজেটিংয়ের পদক্ষেপসমূহ, মূলধন বাজেটিং কেন অনুমাননির্ভর ইত্যাদি। 

ব্যাংকিং পার্ট:
অধ্যায়-৯: ব্যাংকিং ব্যবসায় ও এর ধরন: ব্যাংকের শ্রেণিবিভাগ, ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতিসমূহ, শ্রেণিবিভাগের ক্ষেত্রে কার্যভিত্তিক শ্রেণিবিভাগ ও কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ। শ্রেণিবিভাগ সবথেকে গুরুত্বপূর্ণ। এ ছাড়াও ইসলামিক ব্যাংকিং সেবাসমূহ দেখতে হবে। 

অধ্যায়-১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি: সৃজনশীল প্রশ্নের জন্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি, বিশেষ করে প্রত্যয়পত্র ভালোভাবে পড়তে হবে। তা ছাড়া, বাণিজ্যিক ব্যাংকের আয় ও ব্যয়ের খাতসমূহ এবং বাণিজ্যিক ব্যাংকের মূলধনের উৎসসমূহ ইত্যাদি।

মো. মাজেদুল হক খান
সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত