প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ১৭৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রকৌশল, বিজ্ঞান, মানববিদ্যা ও সামাজিক বিজ্ঞানে স্নাতক-পূর্ব ও স্নাতক প্রোগ্রাম চালু রয়েছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ৩৫ জন নোবেল পুরস্কার এবং ১৭ জন ন্যাশনাল মেডেল অব সায়েন্স পেয়েছেন। ১১ মিলিয়নের বেশি বইয়ের সংগ্রহ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ফায়ারস্টন গ্রন্থাগারে। এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক-পূর্ব শিক্ষার্থীরা চার বছর আবাসনের সুবিধা পেয়ে থাকেন। এখানে আছে বিখ্যাত নাসাউ হল। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় চ্যাপেল বিশ্বের তৃতীয় বৃহত্তম। প্রিন্সটনের শিক্ষার্থীদের বলা হয় টাইগারস। আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রিন্সটন অন্যতম।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব
টেকনোলজি (এমআইটি)
এমআইটিকে পৃথিবীর মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। ভৌতবিজ্ঞান ও প্রকৌশলবিদ্যা গবেষণা এবং শিক্ষার মানের জন্য বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে সুপরিচিত।
এমআইটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান দখল করে আছে। ২০১৫ সালের তথ্য অনুযায়ী, ৮৫ জন নোবেল বিজয়ী, ৫২ জন ন্যাশনাল পদক অব সায়েন্স, ৬৫ জন মার্শাল স্কলার, ৪৫ জন রোড স্কলার, ৩৮ জন ম্যাক আর্থার ফেলো, ৩৪ জন মহাকাশচারী, ১৬ জন মার্কিন বিমানবাহিনীর প্রধান বিজ্ঞানীসহ গুরুত্বপূর্ণ অনেকে এমআইটির সঙ্গে যুক্ত। ২৯ লাখ বই, ৪৯ হাজার ছাপানো জার্নাল এবং ৬৭০টি রেফারেন্স ডেটাবেইস রয়েছে বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে। সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে টানা ১২ বারের মতো প্রথম হয়েছে এমআইটি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
১৬৩৬ সালে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান এটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড। প্রায় ৫০ স্নাতক মেজর, ১৩৪ স্নাতক ডিগ্রি এবং ৩২ পেশাদার ডিগ্রি দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক র্যাঙ্কিং বা এআরডব্লিউইউ প্রকাশিত হওয়ার পর থেকে হার্ভার্ড প্রতিবছর নিজেদের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে ধরে রেখেছে। আঠারো শতকের দিকে হার্ভার্ড পাঠ্যক্রম ও ছাত্রসংগঠনের দিক থেকে ধীরে ধীরে ধর্মনিরপেক্ষ হয়ে ওঠে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানকার যেকোনো স্কুল থেকে তাঁদের কোর্স কিংবা গবেষণা শেষ করতে পারেন।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্ট্যানফোর্ড অন্যতম। ১৮৯১ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এটি প্রতিষ্ঠিত হয়। আধুনিক ইন্টারনেটের অন্যতম জনক ভিন্টন সার্ফ এই বিশ্ববিদ্যালয় থেকে তাঁর গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন। এমনকি গুগল, নাইকি, লজিটেকসহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৫১ জন নোবেল পুরস্কার বিজয়ী রয়েছেন। বাংলাদেশি-আমেরিকান যন্ত্র প্রকৌশলী ফজলে হাসান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবচেয়ে বেশিসংখ্যক টুরিং টুরিং পুরস্কার লাভ করেছেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব মেডিসিন, স্ট্যানফোর্ড ল স্কুল, স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসসহ কয়েকটি অনুষদ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে।
ইয়েল বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়ে রয়েছে তিনটি প্রধান অনুষদ। এগুলো হলো ইয়েল কলেজ, দ্য গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং দ্য প্রফেশনাল স্কুলস। এই তিনটি অনুষদ আরও ১৫টি অনুষদকে নিয়ন্ত্রণ করে থাকে। সেগুলোর মধ্যে স্কুল অব ম্যানেজমেন্ট, স্কুল অব মেডিসিন, স্কুল অব ড্রামা, স্কুল অব পাবলিক হেলথসহ ল স্কুলও রয়েছে। বিশ্ববিদ্যালয়টি কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে অবস্থিত। ১৭০১ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি আমেরিকার তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রথম ডক্টরেট ডিগ্রি প্রদানকারী অনুষদ ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্স। বিশ্ববিদ্যালয়টি তাদের চমৎকার নাটক ও সংগীত অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়
আইভি লীগ সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি অর্থ খরচ করে। প্রায় ৪ হাজার ৫০০ জন অধ্যাপক, ১০ হাজার স্নাতক এবং সমপরিমাণ স্নাতকোত্তর শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে বিশ্ববিদ্যালয়টি। বলা হয়ে থাকে, পেনসিলভানিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্ববিদ্যালয় এবং প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ। কলা ও মানববিদ্যা, সামাজিক বিজ্ঞান, স্থাপত্য, যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রের প্রোগ্রামগুলো বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অনুষদ। তবে ব্যবসা, চিকিৎসাবিজ্ঞান ও আইন স্কুলের জন্য পেনসিলভানিয়া বিখ্যাত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে অবস্থিত। ১৭৪৯ সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ১৭৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রকৌশল, বিজ্ঞান, মানববিদ্যা ও সামাজিক বিজ্ঞানে স্নাতক-পূর্ব ও স্নাতক প্রোগ্রাম চালু রয়েছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ৩৫ জন নোবেল পুরস্কার এবং ১৭ জন ন্যাশনাল মেডেল অব সায়েন্স পেয়েছেন। ১১ মিলিয়নের বেশি বইয়ের সংগ্রহ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ফায়ারস্টন গ্রন্থাগারে। এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক-পূর্ব শিক্ষার্থীরা চার বছর আবাসনের সুবিধা পেয়ে থাকেন। এখানে আছে বিখ্যাত নাসাউ হল। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় চ্যাপেল বিশ্বের তৃতীয় বৃহত্তম। প্রিন্সটনের শিক্ষার্থীদের বলা হয় টাইগারস। আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রিন্সটন অন্যতম।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব
টেকনোলজি (এমআইটি)
এমআইটিকে পৃথিবীর মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। ভৌতবিজ্ঞান ও প্রকৌশলবিদ্যা গবেষণা এবং শিক্ষার মানের জন্য বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে সুপরিচিত।
এমআইটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান দখল করে আছে। ২০১৫ সালের তথ্য অনুযায়ী, ৮৫ জন নোবেল বিজয়ী, ৫২ জন ন্যাশনাল পদক অব সায়েন্স, ৬৫ জন মার্শাল স্কলার, ৪৫ জন রোড স্কলার, ৩৮ জন ম্যাক আর্থার ফেলো, ৩৪ জন মহাকাশচারী, ১৬ জন মার্কিন বিমানবাহিনীর প্রধান বিজ্ঞানীসহ গুরুত্বপূর্ণ অনেকে এমআইটির সঙ্গে যুক্ত। ২৯ লাখ বই, ৪৯ হাজার ছাপানো জার্নাল এবং ৬৭০টি রেফারেন্স ডেটাবেইস রয়েছে বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে। সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে টানা ১২ বারের মতো প্রথম হয়েছে এমআইটি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
১৬৩৬ সালে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান এটি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড। প্রায় ৫০ স্নাতক মেজর, ১৩৪ স্নাতক ডিগ্রি এবং ৩২ পেশাদার ডিগ্রি দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক র্যাঙ্কিং বা এআরডব্লিউইউ প্রকাশিত হওয়ার পর থেকে হার্ভার্ড প্রতিবছর নিজেদের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে ধরে রেখেছে। আঠারো শতকের দিকে হার্ভার্ড পাঠ্যক্রম ও ছাত্রসংগঠনের দিক থেকে ধীরে ধীরে ধর্মনিরপেক্ষ হয়ে ওঠে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানকার যেকোনো স্কুল থেকে তাঁদের কোর্স কিংবা গবেষণা শেষ করতে পারেন।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্ট্যানফোর্ড অন্যতম। ১৮৯১ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এটি প্রতিষ্ঠিত হয়। আধুনিক ইন্টারনেটের অন্যতম জনক ভিন্টন সার্ফ এই বিশ্ববিদ্যালয় থেকে তাঁর গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন। এমনকি গুগল, নাইকি, লজিটেকসহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৫১ জন নোবেল পুরস্কার বিজয়ী রয়েছেন। বাংলাদেশি-আমেরিকান যন্ত্র প্রকৌশলী ফজলে হাসান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবচেয়ে বেশিসংখ্যক টুরিং টুরিং পুরস্কার লাভ করেছেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব মেডিসিন, স্ট্যানফোর্ড ল স্কুল, স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসসহ কয়েকটি অনুষদ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে।
ইয়েল বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়ে রয়েছে তিনটি প্রধান অনুষদ। এগুলো হলো ইয়েল কলেজ, দ্য গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং দ্য প্রফেশনাল স্কুলস। এই তিনটি অনুষদ আরও ১৫টি অনুষদকে নিয়ন্ত্রণ করে থাকে। সেগুলোর মধ্যে স্কুল অব ম্যানেজমেন্ট, স্কুল অব মেডিসিন, স্কুল অব ড্রামা, স্কুল অব পাবলিক হেলথসহ ল স্কুলও রয়েছে। বিশ্ববিদ্যালয়টি কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে অবস্থিত। ১৭০১ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি আমেরিকার তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রথম ডক্টরেট ডিগ্রি প্রদানকারী অনুষদ ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্স। বিশ্ববিদ্যালয়টি তাদের চমৎকার নাটক ও সংগীত অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়
আইভি লীগ সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি অর্থ খরচ করে। প্রায় ৪ হাজার ৫০০ জন অধ্যাপক, ১০ হাজার স্নাতক এবং সমপরিমাণ স্নাতকোত্তর শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে বিশ্ববিদ্যালয়টি। বলা হয়ে থাকে, পেনসিলভানিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্ববিদ্যালয় এবং প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ। কলা ও মানববিদ্যা, সামাজিক বিজ্ঞান, স্থাপত্য, যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রের প্রোগ্রামগুলো বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অনুষদ। তবে ব্যবসা, চিকিৎসাবিজ্ঞান ও আইন স্কুলের জন্য পেনসিলভানিয়া বিখ্যাত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে অবস্থিত। ১৭৪৯ সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগের উল্লেখ করে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তা ছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়...
১৪ মিনিট আগেআহমেদ ফাহিম শিহাব ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন এবং নানা বাধা পেরিয়ে বৃত্তি পেয়ে সেখানে পড়ার সুযোগ পান। বর্তমানে তিনি অর্থনীতি ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন...
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে দ্বাদশ শ্রেণির (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে আনন্দমুখর প্রতিযোগিতার শুরু হয় গত ২৫ নভেম্বর যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
১৯ ঘণ্টা আগেনর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রাম ও ডয়েচে ভেলের উদ্যোগে আয়োজিত নবম সিজেএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক ও গণমাধ্যম পেশাদার ব্যক্তিরা একত্রিত হন। এতে পরিবর্তিত মিডিয়ায়
১৯ ঘণ্টা আগে