মুসাররাত আবির
পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। কিন্তু সিলেবাস তো এখনো শেষ হয়নি! তাহলে কী করা যায়—এমন দুশ্চিন্তা কিন্তু প্রায় শিক্ষার্থীদের মাঝেই দেখা যায়। সারা বছর ঠিকমতো পড়াশোনা না করে অনেকে পরীক্ষার মাত্র কয়েক দিন আগে পড়তে বসে। সামনেই এইচএসসি পরীক্ষা। তাই তোমরা যারা এখনো কীভাবে সিলেবাস শেষ করবে বলে চিন্তা করছ, তাদের জন্য এই লেখা।
বেছে বেছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ো
যখন হাতে সময় কম থাকে, তখন চাইলেও পুরো বই কিংবা নোট পড়ে শেষ করা যায় না। তাই যেসব টপিক না পড়লেই নয়, যেমন মৌলিক ধারণা, সূত্র, গ্রাফ, থিওরি ইত্যাদি রিভিশন দিয়ে ফেলো। এভাবে বেশ কিছু সময় বেঁচে যাবে। বিগত বছরের এইচএসসির প্রশ্ন সমাধান করতে ভুলবে না। কারণ, এগুলো দেখলেও কমন টপিক সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
সময় ভাগ করে নাও
একটানা পড়তে থাকলে দিন শেষে কিছুই মনে থাকবে না। তাই সময়কে কয়েকটি ব্লকে ভাগ করে নাও। এ ক্ষেত্রে পমোডোরো টেকনিক ব্যবহার করতে পারো। এই পদ্ধতিতে টানা ২৫-৩০ মিনিট পড়ার পর ৫ মিনিটের বিরতি নেওয়া হয়। এভাবে অল্প অল্প করে পড়লে পড়া অনেকক্ষণ মনে থাকবে।
সারমর্ম বের করো
যেকোনো কঠিন ধারণাকে সহজে মনে রাখতে চাইলে সেটিকে ছোট করে ফেলতে পারো। যেমন চ্যাটজিপিটিকে সেই কঠিন অংশের সারমর্ম বের করতে বললে সে কিন্তু একদম অল্প কথায় যেকোনো জটিল বিষয় খুব সহজে তোমাকে বোঝাতে পারবে। তা ছাড়া বই বা প্রশ্নব্যাংকের পেছনেও কিন্তু অনেক সময় অধ্যায়ভিত্তিক সারমর্ম দেওয়া থাকে। তুমি কোনো জিনিস ততক্ষণ পর্যন্ত মনে রাখতে পারবে না, যতক্ষণ না সেই জিনিসটা তুমি খুব সহজে বুঝতে পারছ। তা ছাড়া ফাইনম্যান টেকনিকের সাহায্যে তুমি যেকোনো জটিল বিষয় মনে রাখার জন্য নিজের মতো নোটও নিতে পারো।
একসঙ্গে একাধিক কাজ করা থেকে বিরত থাকা
পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় মাল্টিটাস্কিং বিষয়টা এড়িয়ে চলো। এতে করে মস্তিষ্কে অযথা চাপ পড়ে, আর পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তা ছাড়া ফোকাসও নষ্ট হয়। এ জন্য যখন যে বিষয়টা পড়বেন, সেটার ওপরে সব মনোযোগ দাও।
কোলাহলমুক্ত পরিবেশে পড়ো
তোমার পড়ার জায়গাটা যেন একদম নীরব থাকে। পড়ার মাঝে অযথা আওয়াজ করা হলে মনোযোগ সেদিকে চলে যাবে। ফলে পড়া হবে না। একই সঙ্গে ফোনের নোটিফিকেশনও বন্ধ করে রাখো।
পরীক্ষার ফরম্যাট নিয়ে ধারণা রাখো
তোমার পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, সেটা জানাটা খুবই জরুরি। ধরো, একটা অধ্যায় থেকে সচরাচর কোনো প্রশ্ন কখনো আসেনি, সেটাকে এড়িয়ে যেই অধ্যায় থেকে একাধিকবার প্রশ্ন চলে এসেছে, সেটায় বেশি জোর দাও। কারণ, বোর্ড পরীক্ষায় বেশির ভাগ সময় একটা নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করা হয়। তা ছাড়া প্রথম দিকে যেসব বিষয়ের পরীক্ষা থাকবে, সেগুলোতে সবচেয়ে বেশি জোর দিতে হবে। একই সঙ্গে যেই বিষয়গুলোর আগে কোনো বন্ধ নেই, সেগুলোর পড়াও আগেভাগে পড়ে ফেলতে হবে।
আগের পড়া রিভিউ করো
যেহেতু শেষ মুহূর্তে এসে একসঙ্গে অনেক কিছু পড়তে হচ্ছে, তাই পরদিন সেই পড়া ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এমন পরিস্থিতি এড়িতে চলতে প্রতিদিন ২০-৩০ মিনিট আগের পড়া রিভিউর জন্য রাখা উচিত। এ ক্ষেত্রে নোট দেখতে পারো।
গোল সেট করো
প্রতিদিন কী কী পড়বে, সেটার একটা রুটিন আগের দিন রাতেই ঠিক করে ফেলো। একবারে ১০-১২টা অধ্যায় শেষ করার টার্গেট না নিয়ে ৩-৪টা করে অধ্যায় শেষ করো।
পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। কিন্তু সিলেবাস তো এখনো শেষ হয়নি! তাহলে কী করা যায়—এমন দুশ্চিন্তা কিন্তু প্রায় শিক্ষার্থীদের মাঝেই দেখা যায়। সারা বছর ঠিকমতো পড়াশোনা না করে অনেকে পরীক্ষার মাত্র কয়েক দিন আগে পড়তে বসে। সামনেই এইচএসসি পরীক্ষা। তাই তোমরা যারা এখনো কীভাবে সিলেবাস শেষ করবে বলে চিন্তা করছ, তাদের জন্য এই লেখা।
বেছে বেছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ো
যখন হাতে সময় কম থাকে, তখন চাইলেও পুরো বই কিংবা নোট পড়ে শেষ করা যায় না। তাই যেসব টপিক না পড়লেই নয়, যেমন মৌলিক ধারণা, সূত্র, গ্রাফ, থিওরি ইত্যাদি রিভিশন দিয়ে ফেলো। এভাবে বেশ কিছু সময় বেঁচে যাবে। বিগত বছরের এইচএসসির প্রশ্ন সমাধান করতে ভুলবে না। কারণ, এগুলো দেখলেও কমন টপিক সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
সময় ভাগ করে নাও
একটানা পড়তে থাকলে দিন শেষে কিছুই মনে থাকবে না। তাই সময়কে কয়েকটি ব্লকে ভাগ করে নাও। এ ক্ষেত্রে পমোডোরো টেকনিক ব্যবহার করতে পারো। এই পদ্ধতিতে টানা ২৫-৩০ মিনিট পড়ার পর ৫ মিনিটের বিরতি নেওয়া হয়। এভাবে অল্প অল্প করে পড়লে পড়া অনেকক্ষণ মনে থাকবে।
সারমর্ম বের করো
যেকোনো কঠিন ধারণাকে সহজে মনে রাখতে চাইলে সেটিকে ছোট করে ফেলতে পারো। যেমন চ্যাটজিপিটিকে সেই কঠিন অংশের সারমর্ম বের করতে বললে সে কিন্তু একদম অল্প কথায় যেকোনো জটিল বিষয় খুব সহজে তোমাকে বোঝাতে পারবে। তা ছাড়া বই বা প্রশ্নব্যাংকের পেছনেও কিন্তু অনেক সময় অধ্যায়ভিত্তিক সারমর্ম দেওয়া থাকে। তুমি কোনো জিনিস ততক্ষণ পর্যন্ত মনে রাখতে পারবে না, যতক্ষণ না সেই জিনিসটা তুমি খুব সহজে বুঝতে পারছ। তা ছাড়া ফাইনম্যান টেকনিকের সাহায্যে তুমি যেকোনো জটিল বিষয় মনে রাখার জন্য নিজের মতো নোটও নিতে পারো।
একসঙ্গে একাধিক কাজ করা থেকে বিরত থাকা
পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় মাল্টিটাস্কিং বিষয়টা এড়িয়ে চলো। এতে করে মস্তিষ্কে অযথা চাপ পড়ে, আর পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তা ছাড়া ফোকাসও নষ্ট হয়। এ জন্য যখন যে বিষয়টা পড়বেন, সেটার ওপরে সব মনোযোগ দাও।
কোলাহলমুক্ত পরিবেশে পড়ো
তোমার পড়ার জায়গাটা যেন একদম নীরব থাকে। পড়ার মাঝে অযথা আওয়াজ করা হলে মনোযোগ সেদিকে চলে যাবে। ফলে পড়া হবে না। একই সঙ্গে ফোনের নোটিফিকেশনও বন্ধ করে রাখো।
পরীক্ষার ফরম্যাট নিয়ে ধারণা রাখো
তোমার পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, সেটা জানাটা খুবই জরুরি। ধরো, একটা অধ্যায় থেকে সচরাচর কোনো প্রশ্ন কখনো আসেনি, সেটাকে এড়িয়ে যেই অধ্যায় থেকে একাধিকবার প্রশ্ন চলে এসেছে, সেটায় বেশি জোর দাও। কারণ, বোর্ড পরীক্ষায় বেশির ভাগ সময় একটা নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করা হয়। তা ছাড়া প্রথম দিকে যেসব বিষয়ের পরীক্ষা থাকবে, সেগুলোতে সবচেয়ে বেশি জোর দিতে হবে। একই সঙ্গে যেই বিষয়গুলোর আগে কোনো বন্ধ নেই, সেগুলোর পড়াও আগেভাগে পড়ে ফেলতে হবে।
আগের পড়া রিভিউ করো
যেহেতু শেষ মুহূর্তে এসে একসঙ্গে অনেক কিছু পড়তে হচ্ছে, তাই পরদিন সেই পড়া ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এমন পরিস্থিতি এড়িতে চলতে প্রতিদিন ২০-৩০ মিনিট আগের পড়া রিভিউর জন্য রাখা উচিত। এ ক্ষেত্রে নোট দেখতে পারো।
গোল সেট করো
প্রতিদিন কী কী পড়বে, সেটার একটা রুটিন আগের দিন রাতেই ঠিক করে ফেলো। একবারে ১০-১২টা অধ্যায় শেষ করার টার্গেট না নিয়ে ৩-৪টা করে অধ্যায় শেষ করো।
সবুজ-শ্যামল প্রকৃতির বুকে, সীমান্তঘেঁষা উত্তরবঙ্গের দিনাজপুরে গড়ে উঠেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ১৩৫ একর জায়গাজুড়ে ছায়াঘেরা শান্ত এক পরিবেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।
১ ঘণ্টা আগেআজকের দুনিয়ায় কোনো পণ্য আপনার হাতের নাগালে আসা মানেই এর পেছনে রয়েছে অসংখ্য ধাপে সাজানো এক জটিল প্রক্রিয়া। কৃষকের খামার থেকে খাবার কিংবা কারখানা থেকে ফিনিশড পণ্য—সবকিছুর মূলেই রয়েছে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ বা এসসিএম।
১ ঘণ্টা আগে২৭৫ দশমিক ৮৩ একরের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশাল এই ক্যাম্পাস প্রতিদিন মুখর থাকে শত শত শিক্ষার্থীর পদচারণে। কিন্তু বড় ছুটিতে; বিশেষ করে ঈদের সময়, যখন শিক্ষক-শিক্ষার্থীরা আপনজনের কাছে ফিরে যান, তখন এই ব্যস্ত ক্যাম্পাস হয়ে যায় ফাঁকা।
১ ঘণ্টা আগেসিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (এসএমইউ) প্রথম উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও দ্বিতীয় উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত। তাঁদের দেখানো পথেই হাঁটছেন তৃতীয় ও বর্তমান ভিসি ডা. ইসমাঈল হোসেন পাটোয়ারী। অবৈধভাবে ও অনিয়মের মাধ্যমে নিয়োগ করা...
৭ ঘণ্টা আগে