অনলাইন ডেস্ক
‘নতুন কারিকুলাম ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে, ২০২৪ সাল থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) নেওয়ার চূড়ান্ত ঘোষণা’—এমন একটি তথ্য গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই দাবির পক্ষে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে প্রতিষ্ঠানকে সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই নামে একটি ফেসবুক পেজও পাওয়া যায়। পেজটির পরিচয় হিসেবে লেখা রয়েছে, ‘অফিশিয়াল নোটিশ বোর্ড’। গতকাল সোমবার রাত ৯টা ৫৬ মিনিটে সেখানে এমন পোস্ট খুঁজে পাওয়া যায়।
তবে এই দাবি যে সত্য নয়, তা এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানানো হয়েছে। মাউশির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের হতকাল রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে ভাইরাল তথ্য সংবলিত দুটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করে তিনি লিখেছেন, ‘উল্লেখিত তথ্যটি সত্য নয়, গুজব।’
পরে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তথ্য মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তথ্যটির বিপরীতে সঠিক তথ্য সামনে আসার পর বাংলাদেশ শিক্ষা বোর্ড পেজটি রাত ১১টা ৪ মিনিটে পোস্টটি সম্পাদনা করে নতুন করে লেখে, ‘নতুন কারিকুলাম আবার ফিরে চায় আগের পরীক্ষা পদ্ধতিতে! PSC ও JSC পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত অভিভাবকদের।’
‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই
বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান আছে কি না, তা নিয়ে যাচাইয়ে জাতীয় তথ্য বাতায়নের সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, দেশে মোট ১০টি শিক্ষা বোর্ড আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। এই ১০টি বোর্ডের মধ্যে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে কোনো প্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তথ্যটির বিপরীতে সঠিক তথ্য সামনে আসার পর বাংলাদেশ শিক্ষা বোর্ড পেজটি রাত ১১টা ৪ মিনিটে সম্পাদনা করে নতুন করে লেখে, ‘নতুন কারিকুলাম আবার ফিরে চায় আগের পরীক্ষা পদ্ধতিতে! PSC ও JSC পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত অভিভাবকদের।’
উল্লেখ্য, ২০২১ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুমোদনের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ২০২৩ সাল থেকে পিইসি-জেএসসি পরীক্ষা আর থাকছে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী হবে এসএসসি পরীক্ষা। আর একাদশের পরীক্ষা ও দ্বাদশের পাবলিক পরীক্ষা মিলিয়ে এইচএসসির ফল ঘোষণা করা হবে। নতুন শিক্ষাক্রম ২০২৩ সাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
‘নতুন কারিকুলাম ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে, ২০২৪ সাল থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) নেওয়ার চূড়ান্ত ঘোষণা’—এমন একটি তথ্য গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই দাবির পক্ষে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে প্রতিষ্ঠানকে সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই নামে একটি ফেসবুক পেজও পাওয়া যায়। পেজটির পরিচয় হিসেবে লেখা রয়েছে, ‘অফিশিয়াল নোটিশ বোর্ড’। গতকাল সোমবার রাত ৯টা ৫৬ মিনিটে সেখানে এমন পোস্ট খুঁজে পাওয়া যায়।
তবে এই দাবি যে সত্য নয়, তা এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানানো হয়েছে। মাউশির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের হতকাল রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে ভাইরাল তথ্য সংবলিত দুটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করে তিনি লিখেছেন, ‘উল্লেখিত তথ্যটি সত্য নয়, গুজব।’
পরে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তথ্য মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তথ্যটির বিপরীতে সঠিক তথ্য সামনে আসার পর বাংলাদেশ শিক্ষা বোর্ড পেজটি রাত ১১টা ৪ মিনিটে পোস্টটি সম্পাদনা করে নতুন করে লেখে, ‘নতুন কারিকুলাম আবার ফিরে চায় আগের পরীক্ষা পদ্ধতিতে! PSC ও JSC পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত অভিভাবকদের।’
‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই
বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান আছে কি না, তা নিয়ে যাচাইয়ে জাতীয় তথ্য বাতায়নের সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, দেশে মোট ১০টি শিক্ষা বোর্ড আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। এই ১০টি বোর্ডের মধ্যে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে কোনো প্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তথ্যটির বিপরীতে সঠিক তথ্য সামনে আসার পর বাংলাদেশ শিক্ষা বোর্ড পেজটি রাত ১১টা ৪ মিনিটে সম্পাদনা করে নতুন করে লেখে, ‘নতুন কারিকুলাম আবার ফিরে চায় আগের পরীক্ষা পদ্ধতিতে! PSC ও JSC পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত অভিভাবকদের।’
উল্লেখ্য, ২০২১ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুমোদনের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ২০২৩ সাল থেকে পিইসি-জেএসসি পরীক্ষা আর থাকছে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী হবে এসএসসি পরীক্ষা। আর একাদশের পরীক্ষা ও দ্বাদশের পাবলিক পরীক্ষা মিলিয়ে এইচএসসির ফল ঘোষণা করা হবে। নতুন শিক্ষাক্রম ২০২৩ সাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
৭ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
৭ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০ ঘণ্টা আগেজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন...
২০ ঘণ্টা আগে