ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে পিঠা উৎসব

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৬: ০৭
Thumbnail image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে পিঠা উৎসব। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদে গতকাল সোমবার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উৎসবে কলা অনুষদসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা অংশ নেন।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এই উৎসব আয়োজন করায় অনুষদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উৎসব সবাইকে ঐক্যবদ্ধ রাখে এবং সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে। পাশাপাশি আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত