এন্ড্রু দাস শুভ্র
কখন আবেদন করবেন
২০২৪ / ২৫ এর আবেদন গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা এপ্রিল, ২০২৪ পর্যন্ত। কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সীমা কম-বেশি হতে পারে। তবে সময়সীমা-সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার পছন্দ করা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। সেপ্টেম্বর ২০২৪ সেশনের ফলাফল প্রকাশিত হবে জুলাই ২০২৪-এ।
আবেদন করতে করণীয়
প্রথমে একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন। সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ই-মেইলের মাধ্যমে Acceptance Letter সংগ্রহ করতে হবে। এতে করে আপনার মনোনীত হওয়ার সুযোগ অনেকটা বেড়ে যাবে। এটা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন স্নাতকোত্তরের জন্য। কিন্তু পিএইচডির জন্য এটা বাধ্যতামূলক।
কোথায় আবেদন করবেন
আপনি সরাসরি এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এই লিংকে আবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাইটেও আবেদন করতে হয়।
প্রয়োজনীয় ডকুমেন্টস
l Highest Certificate (Notorize copy)
l Highest Transcript (Notorize copy)
l Photo (passport size)
l Passport Homepage
l Two Recommendations Later
l Study Plan
l Non Criminal Records
l Acceptance letter (if available)
l Foreign Physical Examination Report
l Other documents
l English Proficiency Certificate/Medium of Instruction
কিছু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ IELTS বা TOFEL জরুরি। কিন্তু আপনি চীনের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় Medium of instructions (MOI) দিয়ে আবেদন করতে পারবেন।
চায়নিজ গভর্নমেন্ট বৃত্তি জেতার সম্ভাবনা কী কী
যদি আপনার পূর্ববর্তী ফলাফলের গড় বেশি হয় এবং আপনার কাছে একটি স্পষ্ট এবং অভিনব গবেষণা প্রস্তাব বা অধ্যয়নের পরিকল্পনা থাকে, তবে আপনার চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য নির্বাচিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। ২৭৩টি চীনা বিশ্ববিদ্যালয় চীনা স্কলারশিপ কাউন্সিলের সিএসসি কর্তৃক স্বীকৃত। চায়নিজ বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অনেক ঘটনা ঘটেছে, যা আমরা দেখেছি উচ্চ গ্রেডের শিক্ষার্থীরা প্রায়শই প্রত্যাখ্যাত হয়। কারণ, তারা একটি গবেষণা প্রস্তাব বা অধ্যয়নের পরিকল্পনা ভালোভাবে লিখতে পারে না। অতএব, আপনার নিজস্ব শব্দ দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে গবেষণা প্রস্তাব। আমরা এটাও দেখেছি, গড় শিক্ষার্থীরা তাদের সুন্দরভাবে লেখা অধ্যয়ন পরিকল্পনা বা স্পষ্ট চিন্তাভাবনাসহ গবেষণা প্রস্তাবের কারণে সফলভাবে সম্পূর্ণ অর্থায়নে চীনা বৃত্তি জিতেছে।
বৃত্তির-সুবিধা
লেখক: এন্ড্রু দাস শুভ্র, স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী, নবায়নযোগ্য শক্তি নর্থ চীনা ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি, বেইজিং, চীন।
কখন আবেদন করবেন
২০২৪ / ২৫ এর আবেদন গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা এপ্রিল, ২০২৪ পর্যন্ত। কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সীমা কম-বেশি হতে পারে। তবে সময়সীমা-সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার পছন্দ করা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। সেপ্টেম্বর ২০২৪ সেশনের ফলাফল প্রকাশিত হবে জুলাই ২০২৪-এ।
আবেদন করতে করণীয়
প্রথমে একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন। সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ই-মেইলের মাধ্যমে Acceptance Letter সংগ্রহ করতে হবে। এতে করে আপনার মনোনীত হওয়ার সুযোগ অনেকটা বেড়ে যাবে। এটা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন স্নাতকোত্তরের জন্য। কিন্তু পিএইচডির জন্য এটা বাধ্যতামূলক।
কোথায় আবেদন করবেন
আপনি সরাসরি এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এই লিংকে আবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাইটেও আবেদন করতে হয়।
প্রয়োজনীয় ডকুমেন্টস
l Highest Certificate (Notorize copy)
l Highest Transcript (Notorize copy)
l Photo (passport size)
l Passport Homepage
l Two Recommendations Later
l Study Plan
l Non Criminal Records
l Acceptance letter (if available)
l Foreign Physical Examination Report
l Other documents
l English Proficiency Certificate/Medium of Instruction
কিছু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ IELTS বা TOFEL জরুরি। কিন্তু আপনি চীনের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় Medium of instructions (MOI) দিয়ে আবেদন করতে পারবেন।
চায়নিজ গভর্নমেন্ট বৃত্তি জেতার সম্ভাবনা কী কী
যদি আপনার পূর্ববর্তী ফলাফলের গড় বেশি হয় এবং আপনার কাছে একটি স্পষ্ট এবং অভিনব গবেষণা প্রস্তাব বা অধ্যয়নের পরিকল্পনা থাকে, তবে আপনার চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য নির্বাচিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। ২৭৩টি চীনা বিশ্ববিদ্যালয় চীনা স্কলারশিপ কাউন্সিলের সিএসসি কর্তৃক স্বীকৃত। চায়নিজ বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অনেক ঘটনা ঘটেছে, যা আমরা দেখেছি উচ্চ গ্রেডের শিক্ষার্থীরা প্রায়শই প্রত্যাখ্যাত হয়। কারণ, তারা একটি গবেষণা প্রস্তাব বা অধ্যয়নের পরিকল্পনা ভালোভাবে লিখতে পারে না। অতএব, আপনার নিজস্ব শব্দ দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে গবেষণা প্রস্তাব। আমরা এটাও দেখেছি, গড় শিক্ষার্থীরা তাদের সুন্দরভাবে লেখা অধ্যয়ন পরিকল্পনা বা স্পষ্ট চিন্তাভাবনাসহ গবেষণা প্রস্তাবের কারণে সফলভাবে সম্পূর্ণ অর্থায়নে চীনা বৃত্তি জিতেছে।
বৃত্তির-সুবিধা
লেখক: এন্ড্রু দাস শুভ্র, স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী, নবায়নযোগ্য শক্তি নর্থ চীনা ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি, বেইজিং, চীন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্
২ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের উদ্যোগে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদ্যাপিত হয়।
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৫ ঘণ্টা আগেজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন...
১৫ ঘণ্টা আগে