Ajker Patrika

কানাডায় পোস্টডক করার সুযোগ

মুসাররাত আবির
কানাডায় পোস্টডক করার সুযোগ

ডক্টরাল গবেষণা বা পিএইচডি-পরবর্তী কারও অধীনে গবেষণা করাই হলো পোস্ট ডক্টরাল গবেষণা। ইউরোপ, আমেরিকা, জাপান, চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশে চাকরি, শিক্ষক কিংবা একাডেমিক গবেষক হতে হলে পোস্ট ডক্টরাল গবেষণা প্রয়োজন।

পিএইচডি শেষ করা শিক্ষার্থীদের পোস্ট ডক করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডা। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 
‘ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিবছর ৭০ হাজার কানাডীয় ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৭ লাখ টাকা। এ ছাড়া সেরা কানাডীয় সুপারভাইজারদের অধীনে তাঁদের গবেষণা প্রোগ্রামে কাজ করার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। ব্যান্টিং প্রোগ্রামটি স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সেরা পোস্ট ডক্টরাল প্রার্থীদের তহবিল সরবরাহ করে, যাঁরা দেশের অর্থনৈতিক, সামাজিক ও গবেষণাভিত্তিক বৃদ্ধিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো শীর্ষ স্তরের পোস্ট ডক্টরাল প্রতিভাকে আকৃষ্ট করা এবং ধরে রাখা, তাঁদের নেতৃত্বের সম্ভাবনা বিকাশ করা এবং আগামীর গবেষণা নেতা হিসেবে সাফল্যের জন্য তাঁদের অবস্থান করা।

সুযোগ-সুবিধা

  • শিক্ষার্থীদের প্রতিবছর ৭০ হাজার কানাডীয় ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ লাখ টাকা।
  • সেরা কানাডীয় সুপারভাইজারদের অধীনে তাদের গবেষণা প্রোগ্রামে কাজ করার সুযোগ পাবেন। 

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই তাঁদের পিএইচডি সম্পন্ন করতে হবে।
  • কানাডার স্থায়ী বাসিন্দা নন এমন শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবেন।
  • শুধু কানাডীয় ইনস্টিটিউটে আবেদনকারীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • এই স্কলারশিপ একবার প্রদান করা হয়।
  • হোস্ট প্রতিষ্ঠান দ্বারা মনোনীত হতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই কাঙ্ক্ষিত সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ব্যান্টিং ফেলোশিপের জন্য ইনস্টিটিউটের যোগ্যতা নিশ্চিত করতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র

  • রেফারেন্স লেটার।
  • একাডেমিক ট্রান্স ক্রিপ্ট।
  • গবেষণা প্রস্তাব।
  • গ্রন্থপঞ্জি।
  • অনুমোদনের প্রাতিষ্ঠানিক চিঠি।
  • সুপারভাইজারের বিবৃতি

আবেদনের প্রক্রিয়া
প্রথমে পছন্দমতো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর সুপারভাইজারের সঙ্গে সমন্বয় করে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর, ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত