জাপানে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ০৪
Thumbnail image

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ দেয় জাপান। এর একটি হলো মেক্সট স্কলারশিপ। এ স্কলারশিপের মাধ্যমে টিউশনি ফি ছাড়াই দেশটির টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। স্নাতকোত্তরের সময়সীমা দুই বছর ও পিএইচডির জন্য তিন বছর।

সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। লাগবে না ভর্তি ফি। মওকুফ করা হবে টিউশনি ফিও। আসা-যাওয়ার জন্য থাকছে বিমানভাড়া। এ ছাড়া মাসিক উপবৃত্তি ব্যবস্থাও রয়েছে। মাস্টার্স ডিগ্রির জন্য মাসে ১,৪৭,০০০ জাপানি ইয়েন (১ লাখ ২৪ হাজার ৯২৭ টাকা)। আর পিএইচডি ডিগ্রির জন্য থাকছে মাসে ১,৪৮,০০০ জাপানি ইয়েন (১ লাখ ২৫ হাজার ৭৭২ টাকা)।

বৃত্তির সময়কাল
সম্মিলিত মাস্টার্স এবং ডক্টরাল ডিগ্রির ৩ বছর, মাস্টার্স ডিগ্রি ২ বছর আর পিএইচডি ডিগ্রির মেয়াদকাল ৩ বছর।

অধ্যয়নের বিষয়গুলো
বিজ্ঞান স্কুলের অধীনে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, বিশ্ব এবং গ্রহ বিজ্ঞান। স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রকৌশল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স। স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির অধীনে আর্কিটেকচার ও বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, সিভিল এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক ও মানব বিজ্ঞান।

আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই সর্বশেষ ডিগ্রির প্রোগ্রামে ৩ দশমিক ৭ (মোট সিজিপিএ ৪.০০-এর মধ্যে) বা তার বেশি গ্রেড অর্জন থাকতে হবে। আবেদনকারীর জাতীয়তা এমন একটি দেশের হতে হবে, যার সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বয়স ৩৪ বছরের নিচে হতে হবে। জাপানের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস বা জাপানি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সমতুল্য একাডেমিক যোগ্যতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ  লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত