Ajker Patrika

বশেমুরবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

প্রতিনিধি, গোপালগঞ্জ 
বশেমুরবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সশরীরে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। করোনা সংক্রমণ রোধে ১৮ মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়টিতে এ কার্যক্রম শুরু হলো।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সমাজবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার এবং আইন, মার্কেটিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংসহ বেশ কয়েকটি বিভাগের প্রস্তুতিমূলক ক্লাসের মাধ্যমে এ শিক্ষা কার্যক্রম শুরু হয়। এ সময় কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়।

সরেজমিনে বিভিন্ন বিভাগের ক্লাস এবং পরীক্ষা পরিদর্শন করে দেখা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সকল শিক্ষার্থীর জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিছু বিভাগে শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রবেশের আগে তাপমাত্রা মাপা হয়েছে। 

হলে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছেপরীক্ষার বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করছি। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁর জন্যও পৃথক ব্যবস্থা রয়েছে।'

দীর্ঘদিন পর শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমান বলেন, 'আমরা সরকারি নির্দেশনা মেনে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম শুরু করেছি। দীর্ঘদিনের বিরতির পর আমাদের ক্লাসরুমগুলো আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠায় আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি এভাবে ক্লাস পরীক্ষা চালিয়ে নিতে পারলে আমরা দ্রুত সেশনজট কাটিয়ে উঠতে পারব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত