বুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৮
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১৬ মার্চ চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘গতবারের ন্যায় এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে ভর্তি কমিটির মিটিংয়ে। পরবর্তী সময়ে সেটি একাডেমিক কাউন্সিল চূড়ান্ত করবে। একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত হয়ে গেলে সেটি আমরা জানিয়ে দেব। বিস্তারিত তথ্যের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ফলো করতে পারেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত