নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে নির্ধারিত আসনের ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে জমা পড়েছে মাত্র সাড়ে ৩৪ শতাংশ আবেদন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, সরকারি স্কুলগুলোতে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পেরেছে। এই হিসাবে তারা মোট পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি স্কুল।
আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এই হিসাবে মোট পছন্দ দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪ জন।
আজ রোববার এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাউশি উপ–পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন। তিনি বলেন, সরকারি বিদ্যালয়ে নির্ধারিত আসনের বিপরীতে ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে মোট আসনের ৩৪ দশমিক ৫৭ শতাংশ।
সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির আগামী বছরের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় আগামী ১২ নভেম্বর থেকে। যা চলে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আর ডিজিটাল লটারির (অনলাইন লটারি) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।
সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি মোট ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি শূন্য আসন রয়েছে।
১১০ টাকা ফি দিয়ে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদা আলাদা আবেদন করতে হয়েছে শিক্ষার্থীদের। প্রতিটি আবেদনে শিক্ষার্থীরা পাঁচটি স্কুল চয়েস দেওয়ার সুযোগ রাখা হয়।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হওয়ার শর্ত ছিল। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ বয়স সাত বছর হলেও আবেদন করা গেছে।
সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে নির্ধারিত আসনের ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে জমা পড়েছে মাত্র সাড়ে ৩৪ শতাংশ আবেদন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, সরকারি স্কুলগুলোতে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পেরেছে। এই হিসাবে তারা মোট পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি স্কুল।
আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এই হিসাবে মোট পছন্দ দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪ জন।
আজ রোববার এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাউশি উপ–পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন। তিনি বলেন, সরকারি বিদ্যালয়ে নির্ধারিত আসনের বিপরীতে ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে মোট আসনের ৩৪ দশমিক ৫৭ শতাংশ।
সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির আগামী বছরের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় আগামী ১২ নভেম্বর থেকে। যা চলে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আর ডিজিটাল লটারির (অনলাইন লটারি) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।
সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি মোট ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি শূন্য আসন রয়েছে।
১১০ টাকা ফি দিয়ে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদা আলাদা আবেদন করতে হয়েছে শিক্ষার্থীদের। প্রতিটি আবেদনে শিক্ষার্থীরা পাঁচটি স্কুল চয়েস দেওয়ার সুযোগ রাখা হয়।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হওয়ার শর্ত ছিল। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ বয়স সাত বছর হলেও আবেদন করা গেছে।
ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে স্প্রিং-২০২১ ব্যাচের শিক্ষার্থীদের জন্য অনাড়ম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠান করা হয়।
৯ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
১৬ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার প্রস্তুতিতে মডেল টেস্ট বা মক টেস্ট দেওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি পরীক্ষার আসল পরিবেশের অনুকরণে তৈরি হওয়া একটি টেস্ট, যা পরীক্ষার্থীদের নিজস্ব শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করতে সহায়ক।
১ দিন আগেউন্নত দেশগুলো তাদের বিদ্যাপীঠগুলোতে বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানায়। এমনই একটি দেশ সুইডেন, যেটি বছরের পর বছর এর নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। বিশ্বখ্যাত সব ব্যবসাপ্রতিষ্ঠানের এই আশ্রয়স্থলে ক্যারিয়ার গঠন হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর কাছে...
১ দিন আগে