১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এসব প্রার্থীদের মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য নিজের অভিজ্ঞতা থেকে বিজেএসের নমুনা ভাইভা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফ হোসাইন। তিনি ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজের পরীক্ষায় ৪৭তম হয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর বোর্ডে ছিলেন ৫ জন পরীক্ষক। সবাই তাঁকে প্রশ্ন করেছেন।
শাহ বিলিয়া জুলফিকার
ভাইভা কক্ষে প্রবেশ করে বোর্ড মেম্বারদের দিকে তাকিয়ে সালাম দিতেই বোর্ডের প্রধান সালামের উত্তর দিয়ে আমাকে বসতে বললেন।
প্রশ্নকর্তা: এর আগে ভাইভা দিয়েছেন?
আমি: জি স্যার, ১৪তম দিয়েছিলাম।
প্রশ্নকর্তা: গতবার ভাইভা দিয়েছিলেন, এবার আবার ভাইভা দিচ্ছেন। মাঝের এই এক বছর সময় আপনি কী করেছেন?
আমি: স্যার, বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম এবং জুডিশিয়ারির প্রস্তুতি নিয়েছি।
প্রশ্নকর্তা: বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন?
আমি: জি স্যার।
প্রশ্নকর্তা: আপনার জেলা কোনটি? জেলা কোর্টে যান কি না? ব্রিটিশ আমলে আপনার এলাকা কোন থানার অন্তর্গত ছিল? আপনার জেলার মানুষের মুখে একটা প্রবাদ চালু আছে (তিনি মুখস্থ বলেছিলেন), আপনি জানেন? আপনার বাড়ি সীমান্ত এলাকায়, সীমান্তের ওপারে ইন্ডিয়ায় ওই এলাকার নাম কী? আপনি কখনো সেখানে গেছেন কি না।
আমি: ধাপে ধাপে মোটামুটি সব কটির উত্তর সঠিকভাবে দিয়েছিলাম।
প্রশ্নকর্তা: আপনার সীমান্ত এলাকায় তো চোরাচালান ও মাদকদ্রব্য অ্যাভেইলেবল?
আমি: জি স্যার।
প্রশ্নকর্তা: কেউ ১৫ কেজি ফেনসিডিলসহ ধরা পড়লে কোন আইনে বিচার করবেন? কত দিনের শাস্তি দেবেন? তার আগে বলুন, ফেনসিডিল মাদক কি না।
আমি: স্যার, ফেনসিডিল মাদকদ্রব্য।
প্রশ্নকর্তা: এটা তো আমরা ওষুধ হিসেবে খাই, বাচ্চাদেরও খাওয়াই। তাহলে মাদক কীভাবে হলো?
আমি: সুন্দর করে আইনের ব্যাখ্যা করে বললাম।
প্রশ্নকর্তা: এটা যে মাদক, সেটা কোথায় বলা আছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলে কি সরাসরি ফেনসিডিলের নাম আছে?
আমি: তফসিলের কোথায় কোন ধরনের মাদকের কথা বলা আছে, বললাম। তবে ১৫ কেজি ফেনসিডিলের জন্য কত দিনের শাস্তি হবে, সেটি বলতে পারিনি।
প্রশ্নকর্তা: মনে করুন, পুলিশ আপনার এলাকার একজন ব্যক্তির কাছে কিছু ইন্ডিয়ান শাড়ি পেল। তখন তাঁকে কত দিনের শাস্তি দেবেন?
আমি: প্রথমে শাস্তিটা ভুল উত্তর দিয়েছিলাম, কিন্তু পরে আবার সঠিক উত্তরটাই দিলাম।
প্রশ্নকর্তা: মনে করুন, শাড়িটি কোনো দেশ থেকে আনা হয়েছে, সেটা জানা সম্ভব হলো না। পুলিশ যদি তার রিপোর্টে ইন্ডিয়া থেকে চোরাচালান করা শাড়ি কথাটি উল্লেখ না করে, তাহলে আসামি ডিসচার্জ পাবে কি না।
আমি: উত্তর দিলাম।
প্রশ্নকর্তা: মনে করুন, আপনার ক্লায়েন্টের ট্রায়ালে শাস্তি হয়ে গেল (শাড়ি চোরাচালানির জন্য)। কত দিনের মধ্যে আপিল করবেন?
আমি: উত্তর দিলাম।
প্রশ্নকর্তা: কোন ধারায় বলা আছে বলুন।
আমি: প্রথমে মনে করতে পারছিলাম না, পরে উনিই বলে দিলেন।
প্রশ্নকর্তা: আপনি আপিল করলেন, কিন্তু আপনার ক্লায়েন্ট জেলে আছে। এ ক্ষেত্রে আপনি জামিন নেবেন কোন আইনের কোন ধারা অনুযায়ী?
আমি: প্রথমে প্রশ্নটি বারবার বলা সত্ত্বেও না বুঝতে পেরে নাজেহাল হয়েছিলাম এবং প্রশ্নকর্তাও বিরক্ত হয়েছিলেন। পরে সঠিক উত্তরটি দেওয়ার পর তিনি বললেন, এত সময় নিয়ে উত্তর দিলে তো হবে না, আমাদের হাতে এত সময় নেই।
প্রশ্নকর্তা: আচ্ছা, আপনি তো আপিল চাইবেন? আপিল আদালতে গিয়ে আপনি কী বলবেন?
আমি: কিছুক্ষণ চিন্তা করে বললাম। তারপর উনিও একটু অ্যাড করে দিলেন। আমি ধন্যবাদ দিলাম তাঁকে।
প্রশ্নকর্তা: Origin of Species কার লেখা?
আমি: বিবর্তনবাদ নিয়ে লেখা, স্যার। বারবার চার্লস ডিকেন্সের নাম মনে পড়ছিল, কিন্তু আমি জানতাম, সেটা না। কোনোভাবেই যে চার্লস ডারউইনের নাম মনে করতে পারছিলাম না, সেটা বুঝতে পেরে স্যারই আমাকে বললেন, মনে করতে পারছেন না?
প্রশ্নকর্তা: জাতীয় শহীদ মিনার কত সালে উদ্বোধন করা হয়? কে উদ্বোধন করেন? যে উদ্বোধন করেন, তিনি আসলে কে? কত তারিখে উদ্বোধন করেন?
আমি: একটার সঠিক উত্তর দেওয়ার পরেই আরেকটি প্রশ্ন—এভাবে সব কটির সঠিক উত্তর দেওয়ার পরে তিনি একটু খুশি হলেন। তবে কত তারিখে এটা সঠিক জানা ছিল না।
প্রশ্নকর্তা: Doctrine of proportionate কী, বলুন?
আমি: সঠিক উত্তর জানা ছিল না।
প্রশ্নকর্তা: আমেরিকার কোন প্রেসিডেন্ট কখনো বিয়ে করেননি বলুন?
আমি: উত্তর দিতে পারিনি।
প্রশ্নকর্তা: বিল ক্লিনটন তাঁর ট্রায়ালের সময় Fine সম্পর্কে একটি কথা বলেছিলেন, বলুন সেটি কী?
আমি: সরি স্যার, আমার জানা নেই।
প্রশ্নকর্তা: আমেরিকার নিম্নকক্ষের স্পিকার কে নির্বাচিত হয়েছেন?
আমি: স্যার, এখনো নির্বাচিত হননি।
প্রশ্নকর্তা: আপনি তো জানেন না, হয়েছে।
আমি: তখন বললাম, ম্যাকার্থি হতে চাচ্ছেন, কিন্তু রিপাবলিকান দলের কয়েকজন ট্রাম্পের সমর্থক বারবার ভেটো দিচ্ছেন। তখন তিনি আর প্রশ্ন করলেন না।
প্রশ্নকর্তা ৪: Cognizance কী?
আমি: প্রথমে সংক্ষেপে উত্তর দিলাম, নিলেন না। তারপর বিস্তারিত বললাম কোন ধারায় নেওয়া হয়, কীভাবে নেওয়া হয় এবং নেওয়া হলে কীভাবে বুঝব। তখন তিনি উত্তর নিলেন।
প্রশ্নকর্তা: আপনার এলাকার চিংড়ি বিদেশে রপ্তানি হয়। কিন্তু বর্তমানে অনেক দেশ এই চিংড়ি বাংলাদেশ থেকে আমদানি করতে অনাগ্রহ প্রকাশ করেছেন কেন?
আমি: বললাম, চিংড়িতে ভেজাল দিচ্ছে এ জন্য।
প্রশ্নকর্তা: ভেজালটা কী?
আমি: বললাম, স্যার, জেলি পুশ করছে।
প্রশ্নকর্তা: এর রাসায়নিক নাম কী?
আমি: স্যার, স্থানীয়ভাবে একে জেলি বলি। কিছুটা ধমক দিলেন।
প্রশ্নকর্তা: Litfest কী?
আমি: Literature Festival কোথায় হচ্ছে? প্রথম দিন কে উদ্বোধন করেছে, আজকে কে আসছে, আগামীকাল কে আসবে সব বললাম।
প্রশ্নকর্তা: আব্দুর রাজ্জাক গুরনাহ দেশ কোনটি?
আমি: তানজানিয়া।
প্রশ্নকর্তা: কিন্তু তিনি বললেন, হয়নি। (বস্তুত দেখতে চাচ্ছিলেন, আমি উত্তর পরিবর্তন করি কি না।)
প্রশ্নকর্তা: আমি আপনাকে একটি
প্রশ্ন করব। বলেন, Liability ও Responsibility-এর মধ্যে পার্থক্য কী?
আমি: মোটামুটি বললাম। সব শেষে সবার দিকে তাকিয়ে সালাম দিয়ে চলে এলাম।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার
ভাইভা কক্ষে প্রবেশ করে বোর্ড মেম্বারদের দিকে তাকিয়ে সালাম দিতেই বোর্ডের প্রধান সালামের উত্তর দিয়ে আমাকে বসতে বললেন।
প্রশ্নকর্তা: এর আগে ভাইভা দিয়েছেন?
আমি: জি স্যার, ১৪তম দিয়েছিলাম।
প্রশ্নকর্তা: গতবার ভাইভা দিয়েছিলেন, এবার আবার ভাইভা দিচ্ছেন। মাঝের এই এক বছর সময় আপনি কী করেছেন?
আমি: স্যার, বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম এবং জুডিশিয়ারির প্রস্তুতি নিয়েছি।
প্রশ্নকর্তা: বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন?
আমি: জি স্যার।
প্রশ্নকর্তা: আপনার জেলা কোনটি? জেলা কোর্টে যান কি না? ব্রিটিশ আমলে আপনার এলাকা কোন থানার অন্তর্গত ছিল? আপনার জেলার মানুষের মুখে একটা প্রবাদ চালু আছে (তিনি মুখস্থ বলেছিলেন), আপনি জানেন? আপনার বাড়ি সীমান্ত এলাকায়, সীমান্তের ওপারে ইন্ডিয়ায় ওই এলাকার নাম কী? আপনি কখনো সেখানে গেছেন কি না।
আমি: ধাপে ধাপে মোটামুটি সব কটির উত্তর সঠিকভাবে দিয়েছিলাম।
প্রশ্নকর্তা: আপনার সীমান্ত এলাকায় তো চোরাচালান ও মাদকদ্রব্য অ্যাভেইলেবল?
আমি: জি স্যার।
প্রশ্নকর্তা: কেউ ১৫ কেজি ফেনসিডিলসহ ধরা পড়লে কোন আইনে বিচার করবেন? কত দিনের শাস্তি দেবেন? তার আগে বলুন, ফেনসিডিল মাদক কি না।
আমি: স্যার, ফেনসিডিল মাদকদ্রব্য।
প্রশ্নকর্তা: এটা তো আমরা ওষুধ হিসেবে খাই, বাচ্চাদেরও খাওয়াই। তাহলে মাদক কীভাবে হলো?
আমি: সুন্দর করে আইনের ব্যাখ্যা করে বললাম।
প্রশ্নকর্তা: এটা যে মাদক, সেটা কোথায় বলা আছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলে কি সরাসরি ফেনসিডিলের নাম আছে?
আমি: তফসিলের কোথায় কোন ধরনের মাদকের কথা বলা আছে, বললাম। তবে ১৫ কেজি ফেনসিডিলের জন্য কত দিনের শাস্তি হবে, সেটি বলতে পারিনি।
প্রশ্নকর্তা: মনে করুন, পুলিশ আপনার এলাকার একজন ব্যক্তির কাছে কিছু ইন্ডিয়ান শাড়ি পেল। তখন তাঁকে কত দিনের শাস্তি দেবেন?
আমি: প্রথমে শাস্তিটা ভুল উত্তর দিয়েছিলাম, কিন্তু পরে আবার সঠিক উত্তরটাই দিলাম।
প্রশ্নকর্তা: মনে করুন, শাড়িটি কোনো দেশ থেকে আনা হয়েছে, সেটা জানা সম্ভব হলো না। পুলিশ যদি তার রিপোর্টে ইন্ডিয়া থেকে চোরাচালান করা শাড়ি কথাটি উল্লেখ না করে, তাহলে আসামি ডিসচার্জ পাবে কি না।
আমি: উত্তর দিলাম।
প্রশ্নকর্তা: মনে করুন, আপনার ক্লায়েন্টের ট্রায়ালে শাস্তি হয়ে গেল (শাড়ি চোরাচালানির জন্য)। কত দিনের মধ্যে আপিল করবেন?
আমি: উত্তর দিলাম।
প্রশ্নকর্তা: কোন ধারায় বলা আছে বলুন।
আমি: প্রথমে মনে করতে পারছিলাম না, পরে উনিই বলে দিলেন।
প্রশ্নকর্তা: আপনি আপিল করলেন, কিন্তু আপনার ক্লায়েন্ট জেলে আছে। এ ক্ষেত্রে আপনি জামিন নেবেন কোন আইনের কোন ধারা অনুযায়ী?
আমি: প্রথমে প্রশ্নটি বারবার বলা সত্ত্বেও না বুঝতে পেরে নাজেহাল হয়েছিলাম এবং প্রশ্নকর্তাও বিরক্ত হয়েছিলেন। পরে সঠিক উত্তরটি দেওয়ার পর তিনি বললেন, এত সময় নিয়ে উত্তর দিলে তো হবে না, আমাদের হাতে এত সময় নেই।
প্রশ্নকর্তা: আচ্ছা, আপনি তো আপিল চাইবেন? আপিল আদালতে গিয়ে আপনি কী বলবেন?
আমি: কিছুক্ষণ চিন্তা করে বললাম। তারপর উনিও একটু অ্যাড করে দিলেন। আমি ধন্যবাদ দিলাম তাঁকে।
প্রশ্নকর্তা: Origin of Species কার লেখা?
আমি: বিবর্তনবাদ নিয়ে লেখা, স্যার। বারবার চার্লস ডিকেন্সের নাম মনে পড়ছিল, কিন্তু আমি জানতাম, সেটা না। কোনোভাবেই যে চার্লস ডারউইনের নাম মনে করতে পারছিলাম না, সেটা বুঝতে পেরে স্যারই আমাকে বললেন, মনে করতে পারছেন না?
প্রশ্নকর্তা: জাতীয় শহীদ মিনার কত সালে উদ্বোধন করা হয়? কে উদ্বোধন করেন? যে উদ্বোধন করেন, তিনি আসলে কে? কত তারিখে উদ্বোধন করেন?
আমি: একটার সঠিক উত্তর দেওয়ার পরেই আরেকটি প্রশ্ন—এভাবে সব কটির সঠিক উত্তর দেওয়ার পরে তিনি একটু খুশি হলেন। তবে কত তারিখে এটা সঠিক জানা ছিল না।
প্রশ্নকর্তা: Doctrine of proportionate কী, বলুন?
আমি: সঠিক উত্তর জানা ছিল না।
প্রশ্নকর্তা: আমেরিকার কোন প্রেসিডেন্ট কখনো বিয়ে করেননি বলুন?
আমি: উত্তর দিতে পারিনি।
প্রশ্নকর্তা: বিল ক্লিনটন তাঁর ট্রায়ালের সময় Fine সম্পর্কে একটি কথা বলেছিলেন, বলুন সেটি কী?
আমি: সরি স্যার, আমার জানা নেই।
প্রশ্নকর্তা: আমেরিকার নিম্নকক্ষের স্পিকার কে নির্বাচিত হয়েছেন?
আমি: স্যার, এখনো নির্বাচিত হননি।
প্রশ্নকর্তা: আপনি তো জানেন না, হয়েছে।
আমি: তখন বললাম, ম্যাকার্থি হতে চাচ্ছেন, কিন্তু রিপাবলিকান দলের কয়েকজন ট্রাম্পের সমর্থক বারবার ভেটো দিচ্ছেন। তখন তিনি আর প্রশ্ন করলেন না।
প্রশ্নকর্তা ৪: Cognizance কী?
আমি: প্রথমে সংক্ষেপে উত্তর দিলাম, নিলেন না। তারপর বিস্তারিত বললাম কোন ধারায় নেওয়া হয়, কীভাবে নেওয়া হয় এবং নেওয়া হলে কীভাবে বুঝব। তখন তিনি উত্তর নিলেন।
প্রশ্নকর্তা: আপনার এলাকার চিংড়ি বিদেশে রপ্তানি হয়। কিন্তু বর্তমানে অনেক দেশ এই চিংড়ি বাংলাদেশ থেকে আমদানি করতে অনাগ্রহ প্রকাশ করেছেন কেন?
আমি: বললাম, চিংড়িতে ভেজাল দিচ্ছে এ জন্য।
প্রশ্নকর্তা: ভেজালটা কী?
আমি: বললাম, স্যার, জেলি পুশ করছে।
প্রশ্নকর্তা: এর রাসায়নিক নাম কী?
আমি: স্যার, স্থানীয়ভাবে একে জেলি বলি। কিছুটা ধমক দিলেন।
প্রশ্নকর্তা: Litfest কী?
আমি: Literature Festival কোথায় হচ্ছে? প্রথম দিন কে উদ্বোধন করেছে, আজকে কে আসছে, আগামীকাল কে আসবে সব বললাম।
প্রশ্নকর্তা: আব্দুর রাজ্জাক গুরনাহ দেশ কোনটি?
আমি: তানজানিয়া।
প্রশ্নকর্তা: কিন্তু তিনি বললেন, হয়নি। (বস্তুত দেখতে চাচ্ছিলেন, আমি উত্তর পরিবর্তন করি কি না।)
প্রশ্নকর্তা: আমি আপনাকে একটি
প্রশ্ন করব। বলেন, Liability ও Responsibility-এর মধ্যে পার্থক্য কী?
আমি: মোটামুটি বললাম। সব শেষে সবার দিকে তাকিয়ে সালাম দিয়ে চলে এলাম।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার
কি-ওয়ার্ডের সঙ্গে সঙ্গে পুরো বাক্যের (সেনটেন্স) অথবা অনুচ্ছেদের (প্যারা) মূল ভাবটা বুঝে নিতে হবে। কারণ যেকোনো কথোপকথন ‘কি-ওয়ার্ড’ এবং ‘মূল ভাবটা’ বারবার ফিরে আসে এবং ওসবের মধ্যে বা আশপাশেই উত্তরগুলো ঘুরপাক খায়। এই ধরুন, কোন বিবৃতিতে কোনো কলেজের বিজনেস শাখার কোন শ্রেণির পরিধি (ক্লাস সাইজ) সম্পর্কে বল
২৫ মিনিট আগেআগের সরকারের সময় মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আগের সরকারের সময় মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি। বই ছাপানোর বিষয়ে দেশের সক্ষমতাটুকু এবারই প্রথম দেখা যাচ্ছে। দেরি তো হবেই। বোঝা গেল যে, দেশের ভেতরে আপাতত কিছু ঘাটতি আছে।
৯ ঘণ্টা আগেসাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ‘জার্নি টুগেদার, থ্রাইভ ফরএভার’ থিম নিয়ে ইকো-ফেস্ট ২০২৪-২৫ আয়োজন করেছে। গত ২ জানুয়ারি এই উৎসবের আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদে গতকাল সোমবার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন।
১৭ ঘণ্টা আগে